নাগরপুরে মাস্ক ব্যবহার না করায় ১৯ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত
মো.শাকিল হোসেন শওকত, নাগরপুর, টাঙ্গাইল সোমবার রাত ১০:০১, ১৭ আগস্ট, ২০২০
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সদর বাজারের বিভিন্ন সড়কে আগত জনসাধারণের মধ্যে মাস্ক ব্যবহার না করায় ১৯ জনকে ৩২০০ টাকা জরিমানা ও মাস্ক বিতরন করেছে ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার ইউএনও সৈয়দ ফয়েজুল ইসলাম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, নাগরপুর থানার পুলিশ সদস্য, সাংবাদিকগণ। সদর বাজারের অগত জনসাধারণ ও দোকানীদের মাঝে করোনা প্রতিহত করতে সরকারের নির্দেশনা বাস্তবায়ন করতে মাস্ক পরিধান বাধ্যতা মূলক, এটি নিশ্চিত করতেই এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। উপজেলা প্রসাশনের পক্ষ থেকে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে শত শত মাস্ক বিতরন করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার ইউএনও সৈয়দ ফয়েজুল ইসলাম বলেন, করোনা প্রতিরোধে আমাদের এমন ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে। তাই আমরা উপজেলার সকলকে মাস্ক পরিধানের জন্য অনুরোধ করছি।