ধর্মের আড়ালে কোন বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবেনা-চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী
মীর এম ইমরান-মাদারীপুর রবিবার রাত ০১:৫০, ৩১ অক্টোবর, ২০২১
তিনি বলেন কোন বিশৃঙ্খলা সৃষ্টি করে মানুষের ক্ষতি করতে চাইবে শিবচরের মাটিতে তাদের কোন রাখা হবেনা। এ ধরনের দুষ্কৃতীকারীদের কঠোর হাতে দমন করা হবে। এ ধরনের কাজ যারা করবে তাদেরকে আইনগতভাবে ব্যবস্থা নেয়া হবে এবং সামাজিকভাবেও বয়কট করা হবে।
মাদারীপুরের শিবচরের শনিবার দুপুরে বহেরাতলা বালিকা উচ্চবিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় চীফ হুইপ এর সাথে ছিলেন মাদারীপুর জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মুনির চৌধুরী, শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল লতিফ মোল্লা, শিবচর উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, শিবচর পৌরসভার মেয়র মোঃ আওলাদ হোসেন খানসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।