ঢাকা (বিকাল ৩:২১) বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

দূর্গাপূজায় সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন অনুষ্ঠিত

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock শনিবার সন্ধ্যা ০৭:২২, ১৬ অক্টোবর, ২০২১

ময়মনসিংহের গৌরীপুরে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ ও খ্রিষ্টার ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ গৌরীপুর উপজেলা শাখার আয়োজনে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

শনিবার (১৬ অক্টোবর) বিকাল ৪.৩০ মিনিটে মধ্যবাজার ধান মহাল প্রাঙ্গনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

এ কর্মসূচীতে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ ও খ্রিষ্টার ঐক্য পরিষদ গৌরীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক বিপ্লব মন্ডলের সভাপতিত্বে ও পূজা উদযাপন পরিষদ পৌর শাখার সভাপতি প্রদীপ বাগচ্রি সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহমেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন খান, আ’লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য মুর্শেদুজ্জামান সেলিম, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আঃ মুন্নাফ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সঞ্জিত দাস, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল কর, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাবেক সভাপতি হীরালাল প্রমুখ।

বক্তারা কুমিল্লাসহ বিভিন্ন স্থানে দূর্গাপূজায় সাম্প্রদায়িক ন্যাক্কারজনক হামলাম তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে অনতিবিলম্বে দোষীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবী জানান।

এ সময় উপজেলা আ’লীগের সহ-সভাপতি অধ্যক্ষ রুহুল আমীন, উপজেলা ছাত্রলীগের সভাপতি উত্তম সরকার, সাধারণ সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা সাদেকুর রহমান সেলিম, বাজার রক্ষা কালী পূজা মন্ডপের সভাপতি অজিত কুমার মোদক, সাধারণ সম্পাদক সংকর ঘোষ পিলু, বাগান বাড়ী পূজা মন্ডপের সভাপতি লিটন দেবনাথ, সাধারণ সম্পাদক বিজয় গোপাল নাগ, গোবিন্দ জিউর পূজা মন্ডপের সাধারণ সম্পাদক স্বপন এস, স্টেশন রোড পূজা মন্ডপের সভাপতি রণি ঘোষ, সাধারণ সম্পাদক সঞ্জয় ঘোষ, মধ্যবাজার পূজা মন্ডপের সভাপতি জয় বসাক পাপন, সাধারণ সম্পাদক শ্রীকান্ত সাহা, পাল মন্ডপের সভাপতি গোপাল চন্দ্র পাল, সাধারণ সম্পাদক রাজিব চন্দ্র পাল, চকপাড়া পূজা মন্ডপের সভাপতি হরিদাস সরকার, সাধারণ সম্পাদক বিপুল চন্দ্রসহ বিভিন্ন পূজা মন্দির কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT