ঢাকা (সকাল ১০:৪৫) বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

দুঃখের ছাপাখানা ~ হোসাইন মোহাম্মদ দিদার 

অন্যান্য ২১৮৪ বার পঠিত

মেঘনা নিউজ ডেস্ক মেঘনা নিউজ ডেস্ক Clock শুক্রবার সকাল ১১:২৬, ১৪ জুন, ২০২৪

দুঃখের ছাপাখানা 

~হোসাইন মোহাম্মদ দিদার

 

এখানে খুব যত্নে বাঁধাই করা হয় দুঃখ

হাজার রকমের দুঃখ-কষ্ট

বাঁধাই করা হয়!

দেশের সবচেয়ে বেশি দুঃখ বাঁধাই করার নির্ভরযোগ্য প্রতিষ্ঠানগুলো রাজধানীর বাংলাবাজারে বেড়ে ওঠেছে।

এখান থেকে দুঃখ ছাপলেই সমগ্র দেশের পাঠক তা অমৃত সুধা ভেবে এই মলাটবন্ধী দুঃখ কেনার জন্য হুমড়ি খেয়ে পড়ে।

 

এসব দুঃখ বিক্রির প্রতিষ্ঠানকে আমরা নামকরণ করেছি প্রকাশনী

তা মূলতঃ দুঃখের প্রকাশনী

মানুষের দুঃখ-কষ্ট বাঁধাই করে এখানে সংরক্ষণ করা হয়।

 

একদিন আমিও এই ছাপাখানায় গিয়ে দুঃখ বাঁধাই করে দিয়ে যাবো

সেখানে থাকবে আমার দুঃখের কথা,তোমার দুঃখের কথা

 

থাকবে জাতির দুঃখ দুর্দশার কথা

আরও থাকবে ফিলিস্তিনের দুঃখদুর্দশার কথা,

আহা! শুভ্র কাগজে কালো হরফে দারুণ প্রচ্ছদে আবৃত দুঃখগুলো একদিন চওড়া মূল্য জাতি কিনে নিবে।

 

মানুষ খেয়ালে-বেখেয়ালে দুঃখ কিনে!

মানুষের বাজারে দুঃখও কেনাবেচা হয়

মানুষও এই সময়ে দুঃখ কিনে বেশ সুখী হয়ে ওঠে

কবিরা মূলত দুঃখ বিক্রি করে

কখনও নিজের দুখ

আবার কখনও রাষ্ট্রের দুঃখ।

কখনও আমজনতার দুঃখ।

 

ছাপাখানা মুখিয়ে আছে আমাদের নতুন দুঃখগুলোকে প্রকাশ করার জন্য।

পাঠকও মুখিয়ে আছে আগামীর নতুন বইমেলা থেকে বেশকিছু মলাটবন্ধী দুঃখ কেনার জন্য।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT