ঢাকা (সকাল ৭:৫৭) রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

দাউদকান্দি পৌরসভার সাড়ে ৪৪ কোটি টাকার বাজেট ঘোষণা

এইচএম দিদার,দাউদকান্দি,কুমিল্লা এইচএম দিদার,দাউদকান্দি,কুমিল্লা Clock শুক্রবার রাত ০১:৪৮, ২ জুলাই, ২০২১

পৌরসভার ২০২১-২০২২ অর্থবছরের জন্য অবকাঠামোগত বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য ৪৪ কোটি ৫৪ লাখ ৫৭ হাজার ৭৮৮ টাকার বাজেট ঘোষণা করেছেন পৌর মেয়র নাইম ইউসুফ সেইন।

গতকাল দুপুরে পৌরসভা কার্যালয় এ বাজেট ঘোষণা করা হয়।

ঘোষিত বাজেটের আয়ের উৎস খাত দেখানো হয়েছে – হাট বাজার থেকে ইজারা, হোল্ডিং কর, ভূমি কর ও সরকারি অনুদানসহ বিভিন্ন উৎসের কথা উল্লেখ্য করা হয়েছে।

অবকাঠামোগত উন্নয়নে ৩৮ কোটি ৮৪ লাখ ২১ হাজার টাকা সর্বোচ্চ ব্যয় দেখানো হয়েছে।

মেয়র নাইম ইউসুফ সেইন এ বাজেটকে জনবান্ধব বাজেট উল্লেখ্য করে বলেন,”গতবছর থেকে সৃষ্ট করোনা ভাইরাসের সংক্রমণ হওয়াতে আমরা কিছুটা অসুবিধায় পড়েছি, এবারও করোনাভাইরাস এর মধ্যে বাজেট ঘোষণা করেছি। এ বাজেট পৌরবাসীর সর্বস্তরের জনগণের স্বপ্ন বাস্তবায়নে এবং পৌরবাসীর সেবার মানোন্নয়নে সহায়ক হবে বলে আমার দৃঢ় বিশ্বাস।”




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT