ঢাকা (রাত ২:০১) শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

দাউদকান্দিতে হানদার মুক্ত দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

হোসাইন মোহাম্মদ দিদার হোসাইন মোহাম্মদ দিদার Clock শনিবার দুপুর ০২:২২, ৯ ডিসেম্বর, ২০২৩

১৯৭১ সালের এইদিনে পাক হানাদার মুক্ত হয়েছিল কুমিল্লা জেলার উত্তরের শেষ উপজেলা দাউদকান্দি। দিবসটি উপলক্ষে প্রতিবছর আলোচনা সভা ও র‍্যালি করা হয়।

এবারও ধারাবাহিকতা বজায় রেখে আলোচনা সভা ও আনন্দ র‍্যালী করা হয়েছে।

 

শনিবার(৯ ডিসেম্বর) দুপুর ১২টায় উপজেলার মুক্তিযোদ্ধা কমপক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— স্থানীয় সাংসদ ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূইয়া। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মুক্তিযুদ্ধা সংসদের প্রশাসক মো. মহিনুল হাসান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— উপজেলা চেয়ারম্যান মেজর অব. মোহাম্মদ আলী , ভাইস-চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন, মডেল থানা অফিসার ইনচার্জ(ওসি) মো. মোজাম্মেল হক, মুক্তযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা খোরেশদ আলম, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেনসহ উপজেলার মুক্তিযোদ্ধরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন— বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী। এছাড়াও উপস্থিত ছিলেন— বিশিষ্ট ক্রীড়া সংগঠক, দাউদকান্দির ক্রীড়া সংগঠন সোনালী অতীতের সভাপতি কামরুল হাসান গরীব।



শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT