ঢাকা (রাত ১১:২৫) মঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

দাউদকান্দিতে সাবেক ইউপি সদস্যকে কুপিয়েছে দুর্বৃত্তরা

প্রতিকীঃ কুপিয়ে জখম

হোসাইন মোহাম্মদ দিদার হোসাইন মোহাম্মদ দিদার Clock শনিবার রাত ১১:৫৭, ২ ডিসেম্বর, ২০২৩

দাউদকান্দি উপজেলার গৌরীপুর পশ্চিম বাজারে মো. দেলোয়ার হোসেন (৫০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। তাকে আশংকাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে। শনিবার (২ ডিসেম্বর) বিকাল আনুমানিক ৫ টায় গৌরীপুর পশ্চিম বাজারে এ ঘটনা ঘটছে।

সূত্র জানায়, একটি গল্লিতে বসে চা খাচ্ছিলেন দেলোয়ার হোসেন। এসময় ৮-১০ জনের একটি সংঘবদ্ধ দল এসে তার উপর অতর্কিত হামলা করে পালিয়ে যায়। এতে সঙ্গে সঙ্গে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে ইউপি সদস্য দেলোয়ার।

 

ভিকটিমের বড় ভাই মো. আক্তার হোসেন জানান, “তার ভাইকে কুপিয়ে মারাত্মক জখম করা হয়। তাকে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।”

গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মো.আসাদুজ্জামান জানান,”পূর্ব শত্রুতার জেরে এ হামলা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার সাথে জড়িতদের আটকে পুলিশি অভিযান চলছে। শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে ঘটনাস্থলে পুলিশ মোতায়ন রয়েছে।”




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT