ঢাকা (সকাল ৯:১৫) মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


দাউদকান্দিতে সংখ্যালঘু সম্প্রদায়ের কোটি টাকার সম্পত্তি দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ

এইচএম দিদার,দাউদকান্দি,কুমিল্লা এইচএম দিদার,দাউদকান্দি,কুমিল্লা Clock শুক্রবার বিকেল ০৪:১৩, ১২ মার্চ, ২০২১

এই ছবিটি মানববন্ধনের! কী ছবি দেখে নিশ্চয়ই কিংকর্তব্যবিমূঢ়, তাই না? অবিশ্বাস এর কিছুই নাই এটি মানবন্ধন এর ছবি বলছি এক সময়কার স্থানীয় জমিদার পোদ্দার বংশের কথা মারুকা ইউনিয়নে ব্যানারের পিছনে দাঁড়িয়ে থাকা মানুষের বাপদাদারাই দোর্দণ্ড প্রতাপে প্রভাব প্রতিপত্তি খাটিয়ে জমিদারি করতোকিন্তু  কালের পরিক্রমায় তারা আজ কতোটা অসহায়! কতোটা নির্বিকার! কতোটা ম্রিয়মাণ! নিজেদের জমিজমা বেহাত হওয়া থেকে রক্ষা করতে মানবন্ধন করতে  লোক পায় না

তাদের অভিযোগ প্রতিপক্ষের লোকজন বাধাগ্রস্ত ভয়ভীতি প্রদর্শন করার কারণে মানবন্ধনে লোকসমাগম হয় নি নিজেদের জমি রক্ষা করতে
আজ শুক্রবার দুপুরে মারুকা ইউনিয়ন এর স্বপাড়া গ্রামে তিন সহদর সাথে এক কিশোরকে নিয়ে মানবন্ধন করেছেন

নিজস্ব ব্যক্তিমালিকানাধীন জমি দখল করে রাস্তা নির্মানের এমন অভিযোগ ওঠেছে উপজেলার মারুকা ইউনিয়নের স্বপাড়া গ্রামে

ভুক্তভোগী অমর কৃষ্ণ পোদ্দার জানান, “আমাদের শতো বছরের পুরানো সম্পত্তি যা বর্তমানেও আমাদের ভোগ দখলে। কিন্তু এলাকার ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান তালুকদার স্থানীয় বিএনপি নেতা রহমতল্লার যোগসাজশে ৩০৫ শতক জমির মূল অংশ কেটে রাস্তা নির্মাণ করে আমাদের ফসলি জমি বিনষ্ট করছে

তবে এসব অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান তালুকদার বলেন,”আমি কয়েটি গ্রামের কয়েক শতাধিক পরিবারের চলাচলের জন্য এই রাস্তা নির্মাণ করতেছি অভিযোগ কারীদের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন আর যে জায়গা দিয়ে রাস্তা নির্মাণ কাজ চলছে এই জমির মূল মালিকানায় তারা দাবিদার নয়




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT