ঢাকা (বিকাল ৩:৫৭) শুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

দাউদকান্দিতে মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock মঙ্গলবার রাত ১১:৪১, ২ সেপ্টেম্বর, ২০২৫

কুমিল্লার দাউদকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ে মধ্য বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ জসীউদ্দিন আহাম্মেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি আব্দুস সাত্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী, পরিদর্শক (তদন্ত) সামছুল আলম ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কানিজ আফরোজ।

বক্তারা তাদের বক্তব্যে মেধাবী শিক্ষার্থীদের কৃতিত্বের প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভবিষ্যতে সমাজ ও দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ৬ষ্ঠ শ্রেণির মেধাবী শিক্ষার্থী আব্রাহাম সাজিদ বলেন, “আজকের এই স্বীকৃতি আমাকে আরও অনুপ্রাণিত করেছে। আমি ভবিষ্যতে ভালোভাবে পড়াশোনা করে শিক্ষক-অভিভাবক ও বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করতে চাই।”

অপরদিকে ৭ম শ্রেণির ছাত্রী রামিছা আনজুম “আমরা শুধু পরীক্ষায় ভালো ফল করব না, ভবিষ্যতে সৎ ও যোগ্য নাগরিক হয়ে দেশকে গড়ে তুলতে চাই। বিদ্যালয় আমাদের জন্য যে সুযোগ দিয়েছে, তা আমরা কাজে লাগাবো।”

অনুষ্ঠান শেষে অতিথিরা মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। এবার দিবা শাখার ১৫ জন ও প্রভাতি শাখার ১৫ জন শিক্ষার্থীকে এ পুরস্কার দেওয়া হয়।

 

এহসানুল হক সরকার মেধাবৃত্তির আওতায় মেধাবী শিক্ষার্থীদেরকে পুরস্কার দেওয়া হয়। সংগঠনটি পৃষ্ঠপোষক ফারেজ সরকার।

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহাকারী শিক্ষক এমএ মামুন সরকার।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT