দাউদকান্দিতে মাদক নির্মূলে কাজ করছেন এএসআই সাইফুল ইসলাম
![](https://meghnanews.com.bd/wp-content/uploads/2023/09/IMG-20230911-WA0004.jpg)
হোসাইন মোহাম্মদ দিদার
সোমবার দুপুর ০৩:৪৪, ১১ সেপ্টেম্বর, ২০২৩
দাউদকান্দি মডেল থানার উপ-সহকারী পরিদর্শক মো. সাইফুল ইসলাম একজন দক্ষ, চৌকশ ও নীতিবান পুলিশ অফিসার।
কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান দাউদকান্দি সার্কেল( দাউদকান্দি -চান্দিনা) এর সিনিয়র সহকারি পুলিশ সুপার (এএসপি)
এনায়েত কবির সোয়েব
ও মডেল থানা অফিসার-ইন-চার্জ(ওসি) মো. মোজাম্মেল হক এর নির্দেশে এএসআই সাইফুল ইসলাম
এই উপজেলার বিভিন্ন এলাকা থেকে মাদক,চুরি ও চুরি মোবাইল উদ্ধার, ডাকাতি,
ছিনতাইরোধে নির্মূলে বলিষ্ঠ ভূমিকা রাখছেন। এছাড়াও ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতারে ইতিবাচক ভূমিকা রাখছেন। লোভ নির্মোহের উর্ধ্বে থেকে কাজ করে সেবা প্রত্যাশী মানুষের মুখে প্রসংশা কুড়িয়ে যাচ্ছেন পুলিশের এই কর্মকর্তা।
তিনি মাদক নির্মূলে জিরোটলারেন্স নীতিতে থাকেন। তাঁর ইতিবাচক ভূমিকার কারণে
মাদককারবারিরা অনেকেই গা ঢাকা দিয়েছেন, ব্যক্তিগত বুদ্ধিমত্তা ও দূরদর্শিতার কারণে, আচার আচরণে একজন ভালো পুলিশ অফিসারের পরিচয় বহন করেন।
দাউদকান্দি মডেল থানায় যোগাদানের পর থেকে অধ্যাবধি অপরাধপ্রবণ এলাকা থেকে জুয়া,চুরি ছিনতাই ও ডাকাতিসহ যেকোনো অপরাধ প্রবণতা কমাতে তিনি সম্মুখ থেকে ভূমিকা রাখছেন।
বাংলাদেশ পুলিশের এই অফিসার এর আগেও বিভিন্ন থানায় সুনামের সহিত কাজ করেছেন।
তিনি একজন জনবান্ধব পুলিশ অফিসার।” মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার”
বাংলাদেশ পুলিশ এর এই বাক্যটি হৃদয়ে ধারণ করে আগামীর দিনগুলোতে জনগণের কাছে পুলিশের গ্রহণযোগ্যতা বাড়াতে তিনি কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।