ঢাকা (বিকাল ৩:৪৫) মঙ্গলবার, ১৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


দাউদকান্দিতে “ব্লাড ফর দাউদকান্দি”র সদস্যদেরকে আইডি কার্ড বিতরণ

হোসাইন মোহাম্মদ দিদার হোসাইন মোহাম্মদ দিদার Clock সোমবার রাত ০৮:৪৫, ১৬ ডিসেম্বর, ২০২৪

দাউদকান্দিতে স্বেচ্ছায় রক্তদান সংগঠন ” ব্লাড ফর দাউদকান্দির” সদস্যদেরকে পরিচয়পত্র(আইডি) কার্ড বিতরণ ও মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

 

সংগঠনটির সদস্যের উদ্যোগে সোমবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে পৌরসভার বিয়াম ল্যাবরেটরি স্কুল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

 

 

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন— উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সংগঠনের প্রধান উপদেষ্টা আব্দুস সাত্তার।

ব্লাড ফর দাউদকান্দির প্রতিষ্ঠাতা ও সমাজকর্মী তৌফিক রুবেলের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন— পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন সরকার, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জামালউদ্দিন মোল্লা,

অধ্যাপক রমজান আলী, অধ্যাপক শাহজাহান তালুকদার, জিসান আহমেদ,ডা. আনোয়ার হোসেন মিলন, জসিম উদ্দিন আহমেদ, সাংবাদিক হোসাইন মোহাম্মদ দিদার ও সাংবাদিক শরীফ প্রধান।

 

এতে উপস্থিত ছিলেন— সমাজসেবক জানে আলম, বিল্লাল মিয়াজী, তরুণ ব্যবসায়ী ও সংগঠক রিটু সরকার, ডিকে হাসপাতালের পরিচালক সবুজ আহম্মেদ, লোকমান হোসেন, হান্নান মোল্লাসহ আরও অনেকে।

 

অনুষ্ঠানে সর্বোচ্চ রক্তদাতাদেরকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। অনুষ্ঠান সঞ্চালনা করেন—সমাজকর্মী মেহেদী হাসান রুনি।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT