ঢাকা (রাত ১১:২৪) শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম
Meghna News লোহাগড়ায় ন্যাশনালিষ্ট ব্লাড ব্যাংকের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান Meghna News ট্রমালিংক ১০ বছর পূর্তিতে মতিন সৈকত এআইপিকে সন্মাননা Meghna News সরাসরি রাষ্ট্রপতি নির্বাচনসহ একগুচ্ছ সুপারিশ সংস্কার কমিশনের Meghna News গণহত্যায় অভিযুক্ত আ.লীগের কেউ নির্বাচনে প্রার্থী হতে পারবে না Meghna News বিএনপি যতই চাপ দিক, সংস্কারের ওপর ভিত্তি করেই নির্বাচন Meghna News সুন্দর ব্যবহার ও আচরণের বিনিময়ে জান্নাত! Meghna News আল্লাহর পথে আহ্বানকারীর জন্য রয়েছে বিশেষ পুরস্কার Meghna News ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা দ্রুত সংস্কার করবো: ভিসি আমানুল্লাহ Meghna News গৌরীপুরে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের বর্ণিল বিদায় সংবর্ধনা Meghna News স্বামীর মধুময় স্মৃতি রোমন্থনে দিন কাটছে স্ত্রী মারজিনার

দক্ষিণ-পশ্চিম অঞ্চলের দূরপাল্লার পরিবহন চলাচল শুরু

মীর এম ইমরান,মাদারীপুর মীর এম ইমরান,মাদারীপুর Clock রবিবার বিকেল ০৫:২২, ২৩ মে, ২০২১

মাদারীপুরের শিবচরের বাংলাবাজার (ইলিয়াস আহমেদ চৌধুরী)ফেরিঘাটে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দূরপাল্লার যানবাহন চলাচল শুরু করেছে আজ সকাল থেকে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার মানুষ ঢাকা মুখী চলাচল করে প্রতিনিয়ত মাদারীপুরের শিবচরের বাংলাবাজার (ইলিয়াস আহমেদ চৌধুরী)ফেরিঘাট দিয়ে।

হামারী করোনা প্রকোপ বেড়ে যাওয়ায় দ্বিতীয়বারের মতো লকডাউন ঘোষণা হয় বাংলাদেশ এর প্রভাব পড়ে ঢাকার,দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যাত্রীদের যাতায়াতের পথে। আজ সকাল থেকে খুলনা-বরিশাল গোপালগঞ্জ যশোর অঞ্চলের দূরপাল্লার পরিবহন গুলো যাত্রী নিয়ে যাতায়াত করেন বাংলাবাজারের ঘাটের উদ্দেশ্যে, যাত্রীবাহী পরিবহন গুলোতে ছিলনা কোন শারীরিক দূরত্বও ছিলনা কোন আচরণ বিধিও জন প্রতি ভাড়া নিয়েছে তিন গুণেরও বেশি,এমনটাই অভিযোগ করেছেন যাত্রীরা।

যাত্রীরা বলেন গণপরিবহন চলাচল কড়াই আমরা অনেকটা কষ্টের হাত থেকে রেহাই পেলাম এখানে ভাড়া ৩গুণ নিলেও আমরা এক গাড়িতেই,বাড়ি থেকে বাংলা বাজার (ইলিয়াস আহমেদ চৌধুরী)ফেরী ঘাটে পৌঁছাতে পেরেছি,যদি প্রশাসনের তৎপরতা থাকতো তাহলে আমাদের এই বেশি ভাড়াটা গুনতে হতো না ,আমরা পেটের দায়ে ঢাকার উদ্দেশ্যে যাই।

চালকদের কাছে এ বিষয়ে জানতে চাইলে- চালকরা বলেন যাত্রীরা হুমড়ি খেয়ে গণপরিবহনে উঠছে।তবে যাত্রীরা যে তিনগুণ ভাড়া নেওয়ার যে অভিযোগ করেছে সেটা সঠিক না। দূরপাল্লার পরিবহনগুলোর চলাচলের সময় প্রশাসনিক কোনো তৎপরতা চোখে পড়েনি,এতে করে পরিবহন শ্রমিকদের দ্বারা যাত্রীদের হয়রানির শিকারও হতে হচ্ছে এবং পাশাপাশি দাঁড়িয়ে যাত্রী বহন করে।

এ বিষয়ে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানের সাথে মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও মোবাইল রিসিভ করেননি তিনি।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT