ঢাকা (দুপুর ১২:৫০) বুধবার, ১লা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


জেলে শ্যামাচরণ বর্মণ হত্যা মামলায় আরও এক আসামি গ্রেপ্তার

মোবারক হোসাইন,ধর্মপাশা(সুনামগঞ্জ) মোবারক হোসাইন,ধর্মপাশা(সুনামগঞ্জ) Clock শুক্রবার রাত ১০:৫০, ২৯ জানুয়ারী, ২০২১

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুনই জলমহালে গত ৭জানুয়ারি রাতে জেলে শ্যামাচরণ বর্মণ (৬৫)কে গলা কেটে হত্যা, জলমহালের খলাঘরে অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ধীরেন্দ্র চন্দ্র বর্মণ (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ধর্মপাশা থানা পুলিশ। তাঁর বাড়ি উপজেলার পাইকুরাটি ইউনিয়নের সুনই গ্রামে।

গতকাল বৃহস্পতিবার (২৮জানুয়ারি) রাত আড়াইটার দিকে উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের সানুয়া গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন আজ শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে সাংবাদিকদের বলেন, সুনই জলমহালে গত ৭জানুয়ারি সুনই মৎস্যজীবী সমবায় সমিতির সদস্য শ্যামাচরণ বর্মণকে গলাকেটে হত্যা, জলমহালের খলাঘরে অগ্নি সংযোগ ও হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে গত ১০জানুয়ারি একটি মামলা করে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে এই মামলায় ধীরেন্দ্র চন্দ্র বর্মণ(৪৫)কে গ্রেপ্তার করা হয়েছে। এই মামলায় এখন পর্যন্ত নয়জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

আসামি ধীরেন্দ্রকে আজ শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT