ঢাকা (সকাল ৭:৩৮) সোমবার, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

জুন-জুলাইয়ে খুলতে পারে স্কুল-কলেজ, প্রস্তুতি নিতে নির্দেশনা

শিক্ষাঙ্গন ২২৬৭ বার পঠিত

ডেক্স রিপোর্ট ডেক্স রিপোর্ট Clock শুক্রবার সন্ধ্যা ০৭:৪০, ২১ মে, ২০২১

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে এলে জুন-জুলাইয়ে খুলতে পারে স্কুল-কলেজ। এজন্য প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

সংশ্লিষ্টরা বলছেন স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু করতে এরইমধ্যে প্রস্তুতি নেয়া হয়েছে। তবে ওই সময়ে সংক্রমণ বাড়তে পারে এমন আশঙ্কা আইইডিসিআর-এর উপদেষ্টার।

এদিকে, পরিস্থিতি স্বাভাবিক হলেই নেয়া হবে এবারের এসএসসি ও এইচএসসি পরীক্ষা, এমনটাই জানিয়েছে কর্তৃপক্ষ। মহামারির কারণে দীর্ঘদিন ধরে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। তাই আসবাবে জমে গেছে ধুলো-ময়লা। এরইমাঝে স্বাস্থ্যবিধি মেনে কয়েক দফা প্রস্তুতি নেয়া হয় শিক্ষা প্রতিষ্ঠান খোলার। কিন্তু পরিস্থিতির উন্নতি না হওয়ায় তা আর হয়নি। তবে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে এলে জুন-জুলাই নাগাদ স্কুল-কলেজ খোলার প্রস্তুতি নিতে বলেছে শিক্ষা মন্ত্রণালয়।

এবার ২৩ লাখ এসএসসি ও ১৮ লাখ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষা দেয়ার কথা রয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই নেয়া হবে এই দুটি পরীক্ষা। কোনোভাবেই এবার অটোপাশ নয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT