ঢাকা (সকাল ১১:১০) শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

জুন-জুলাইয়ে খুলতে পারে স্কুল-কলেজ, প্রস্তুতি নিতে নির্দেশনা

শিক্ষাঙ্গন ২২৭৮ বার পঠিত

ডেক্স রিপোর্ট ডেক্স রিপোর্ট Clock শুক্রবার সন্ধ্যা ০৭:৪০, ২১ মে, ২০২১

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে এলে জুন-জুলাইয়ে খুলতে পারে স্কুল-কলেজ। এজন্য প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

সংশ্লিষ্টরা বলছেন স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু করতে এরইমধ্যে প্রস্তুতি নেয়া হয়েছে। তবে ওই সময়ে সংক্রমণ বাড়তে পারে এমন আশঙ্কা আইইডিসিআর-এর উপদেষ্টার।

এদিকে, পরিস্থিতি স্বাভাবিক হলেই নেয়া হবে এবারের এসএসসি ও এইচএসসি পরীক্ষা, এমনটাই জানিয়েছে কর্তৃপক্ষ। মহামারির কারণে দীর্ঘদিন ধরে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। তাই আসবাবে জমে গেছে ধুলো-ময়লা। এরইমাঝে স্বাস্থ্যবিধি মেনে কয়েক দফা প্রস্তুতি নেয়া হয় শিক্ষা প্রতিষ্ঠান খোলার। কিন্তু পরিস্থিতির উন্নতি না হওয়ায় তা আর হয়নি। তবে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে এলে জুন-জুলাই নাগাদ স্কুল-কলেজ খোলার প্রস্তুতি নিতে বলেছে শিক্ষা মন্ত্রণালয়।

এবার ২৩ লাখ এসএসসি ও ১৮ লাখ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষা দেয়ার কথা রয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই নেয়া হবে এই দুটি পরীক্ষা। কোনোভাবেই এবার অটোপাশ নয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT