ওবায়দুর রহমান বুধবার রাত ০৯:৪৭, ৭ আগস্ট, ২০২৪
‘জালিম শেখ হাসিনার সরকার এদেশের হাজার হাজার মানুষকে খুন করেছে’ এই মন্তব্যটি করেছেন ময়মনসিংহ (উত্তর) জেলা বিএনপি’র সদস্য ও উপজেলা বিএনপি’র (একাংশ) সাবেক আহবায়ক হাফেজ আজিজুল হক।
বুধবার (৭ আগষ্ট) দুপুরে আনন্দ মিছিলশেষে গৌরীপুর পৌর শহরের কালিখলায় সংক্ষিপ্ত সমাবেশে এই মন্তব্য করেছেন হাফেজ আজিজুল হক।
হাফেজ আজিজুল হক বলেন, বাংলাদেশের ছাত্রছাত্রীসহ সকল মানুষ একত্রিত হয়ে গণভবন ঘেরাও করেছিলাম আমরা। গণভবনের অবস্থা দেখে শেখ হাসিনা পলাইতে বাধ্য হয়েছে। ছাত্রজনতাসহ আওয়ামী লীগ ছাড়া সকল জনগণের কাছে তার ক্ষমা চাইতে হয়েছে।
তিনি আরও বলেন, আমাদের হাজার হাজার ছাত্রজনতাকে পেটুয়া পুলিশ বাহিনী দিয়ে গুলি করেছে, হত্যা করেছে। পুলিশের লেবাস পড়ে ছাত্রলীগ, যুবলীগ প্রকাশে গুলি করে ছাত্রদের মেরেছে। এই ফ্যাসিস্ট হাসিনা চিরতরে দেশ থেকে বিদায় হয়েছে। এই বাংলার মাটিতে আওয়ামী লীগের আর ঠাঁই হবে না। এখন আমরা শেখ হাসিনার বিচার চাই, তাঁকে বিদেশ থেকে এনে বিচারের আওতায় আনতে হবে।’
এই কর্মসূচীতে অংশ নেন ময়মনসিংহ (উত্তর) জেলা বিএনপি’র সদস্য এসএম দুলাল, উপজেলা বিএনপি’র সাবেক সদস্য একেএম আব্দুল্লাহ, ইউনিয়ন বিএনপি নেতা সমর আলী, এমএ হান্নান, শহীদুল হক সাতিল, মাজহারুল ইসলাম শাকিল, যুবনেতা উসমান গণি তান্না, শওকত হোসেন সুমন প্রমুখ।