ঢাকা (রাত ১২:৩২) সোমবার, ৩০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ৪৭ বছর পর আওয়ামীলীগের জয়

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock বুধবার বিকেল ০৫:৫৯, ১ ডিসেম্বর, ২০২১

প্রায় ৪৭ বছর বা ৪ যুগ পর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বাংলাদেশ আওয়ামীলীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী মো. মোখলেসুর রহমান জয় পেয়েছেন। এর আগে সর্বশেষ ১৯৭৪ সালে আওয়ামী লীগের প্রয়াত সিরাজুল ইসলাম সনি মিয়া তৎকালীন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। এরপর বিগত ৪৭ বছরেও এই পৌরসভায় দলীয়ভাবে আওয়ামীলীগের কোনো চেয়ারম্যান অথবা মেয়র প্রার্থী জয়লাভ করেননি।

সীমানা জটিলতায় স্থগিত হওয়া চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় গত ৩০ নভেম্বর মঙ্গলবার। এই প্রথম বারের মতো অনুষ্ঠিত ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএমে নৌকা প্রতীকের প্রার্থী মোখলেসুর রহমান বেসরকারিভাবে মেয়র হিসেবে জয়লাভ করেছেন। নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৪৮৬১৩ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ভোট বর্জন করা স্বতন্ত্র প্রার্থী (আওয়ামীলীগের বিদ্রোহী) মো. সামিউল হক লিটন মোবাইলফোন প্রতীকে পেয়েছেন ২১৬১৪ ভোট।

নির্বাচন পরবর্তী ফলাফল ঘোষণাকালে জেলা নির্বাচন কর্মকর্তা মো. মোতাওয়াক্কিল রহমান জানান, অপর দুই মেয়র প্রার্থীর মধ্যে স্থানীয় বিএনপি সমর্থিত নারিকেল গাছ প্রতীকের নজরুল ইসলাম পেয়েছেন ১২৪৫৫ ভোট। এছাড়া সাবেক শিবির নেতা জগ প্রতিকের স্বতন্ত্র প্রার্থী মো. মোস্তাফিজুর রহমান ২১৮০ ভোট পেয়ে চতুর্থ অবস্থানে রয়েছেন।  নির্বাচনে মোট বৈধ ভোটের সংখ্যা ৮৪৮৬২ এবং বাতিলকৃত ভোটের সংখ্যা ৪৪২।

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪ জন প্রার্থী।

এছাড়াও ১৫টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৯৮ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ২১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় এবার ভোটার রয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৪৯৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭১ হাজার ৪৩২ জন এবং নারী ভোটার রয়েছেন ৭৪ হাজার ৬৫ জন

এদের মধ্যে বিকেল ৩টায় বিভিন্ন অনিয়ম-কারচুপির অভিযোগ এনে ভোট বর্জন করেন আওয়ামীলীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী সামিউল হক লিটন এবং একই কারণে বেলা সাড়ে ১১ টায় স্থানীয় সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. হারুনুর রশিদের বাসভবনে সংবাদ সম্মেলন করে ভোট স্থগিতের জোড় দাবী জানান বিএনপির নারকেল গাছ প্রতিকের প্রার্থী মো. নজরুল ইসলাম।

সীমানা জটিলতায় স্থগিত হওয়া চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ভোট গ্রহণ হয় মঙ্গলবার (৩০ নভেম্বর)। সকাল ৮টা ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। ১৫টি ওয়ার্ডের ৭২টি ভোটকেন্দ্রে প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকেই নারী ও পুরুষ ভোটারদের দীর্ঘ সারি দেখা গেছে।

গত ২ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ভোট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ২৬ অক্টোবর সীমানা জটিলতায় হাইকোর্টে একটি রিটের প্রেক্ষিতে ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন। পরে হাইকোর্টের নির্দেশে মঙ্গলবার (৩০ নভেম্বর) ভোটগ্রহণের দিন নির্ধারণ করে নির্বাচন কমিশন।

তফসিল অনুযায়ী সপ্তম ধাপে পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল ৯ অক্টোবর। মনোনয়নপত্র বাছাই ১১ অক্টোবর, বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ১২ থেকে ১৪ অক্টোবর, আপলি নিষ্পত্তি ১৬ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ১৭ অক্টোবর, প্রতীক বরাদ্দ হয় ১৮ অক্টোবর।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT