ঢাকা (সন্ধ্যা ৭:০৭) শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জ জেলা নির্বাচন কমিশন অফিসে ককটেল বিস্ফোরণ

এস এম সাখাওয়াত জামিল দোলন এস এম সাখাওয়াত জামিল দোলন Clock বুধবার ১২:২৫, ২৯ নভেম্বর, ২০২৩

বুধবার ও বৃহস্পতিবার দেশব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ও সমমনা দলগুলোর অবরোধ হরতালের আগের রাতে চাঁপাইনবাবগঞ্জ জেলা নির্বাচন অফিসের সীমানা প্রাচীরে দুইটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৮ নভেম্বর) রাত প্রায় ৯টার দিকে ঘটনাটি ঘটে বলে স্থানীয়রা জানান।

চাঁপাইনবাবগঞ্জ জেলা নির্বাচন কমিশন অফিসে ককটেল বিস্ফোরণ

এ বিষয়ে প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে নির্বাচন অফিসের পেছন দিকের সীমানা প্রাচীর লক্ষ্য করে পরপর দুইটি ককটেল নিক্ষেপ করে ২ থেকে ৩ জন। তারা ককটেল দুটির বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।

 

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ বলেন, ককটেল বিস্ফোরণের শব্দ পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে দেখতে পাই জেলা নির্বাচন অফিসের পেছনের দেয়ালে দূর্বৃত্তরা ২টি শক্তিশালী ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আলামত সংগ্রহ করলেও এখানে কোন ক্ষয়ক্ষতি হয়নি। এছাড়া পাশেই দুইটি চায়ের দোকান থাকলেও সেখানে কেউ হতাহত হয়নি। তবে এ ঘটনায় জড়িতদের শনাক্তে জেলা পুলিশ কাজ শুরু করেছে। আশা করা যায় খুব দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনা হবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT