ঢাকা (সকাল ৭:৪৮) রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে ১৪টি ইউপির ভোটগ্রহণ চলছে

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock বুধবার দুপুর ০৩:০৭, ৫ জানুয়ারী, ২০২২

৫ম দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আজ বুধবার চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় ১৪টি ইউনিয়ন পরিষদের ভোট গ্রহন চলছে। সকাল ৮টা থেকে শুরু হওয়া এ ভোট গ্রহন চলবে একটানা বিকেল ৪টা পর্যন্ত। তীব্র শীতের মাঝেও ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মত। তবে দুপুরের পর ভোটারদের উপস্থিতিতে আরো বাড়বে বলে ধারনা করা হচ্ছে।

প্রতিটি ভোট কেন্দ্রে পুলিশের পাশাপাশি আনসার সদস্যরা কাজ করছে। স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিজিবি ও র‌্যাব সদস্যরা টহলে রয়েছে। এছাড়া মাঠে রয়েছে ভ্রাম্যমান আদালত।

১৪ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬৬ জন ও সাধারণ সদস্য পদে ৫৪৯ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১৭৩ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। মোট ১৩৪ টি ভোট কেন্দ্রে ২ লাখ ৬৭ হাজার ৪৩৫ জন ভোটার  তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩৫ হাজার ২৪১ জন ও মহিলা ভোটার ১ লাখ ৩২ হাজার ১৯৪ জন।

জেলা নির্বাচন কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান জানান, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন চলছে। এখন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT