ঢাকা (ভোর ৫:০২) রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিষ্ঠাবার্ষিকি পালন

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock রবিবার বিকেল ০৫:১৪, ২ জানুয়ারী, ২০২২

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। সোমবার বেলা ১১ টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয়ে কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ পরিচালক মোহাম্মদ আনিছুর রহমান।

এ সময় তিনি বলেন, জেলায় মাদকের বিস্তার রোধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা নিরলস পরিশ্রম করছে। এরই ফলশ্রুতিতে চাঁপাইনবাবগঞ্জ জেলায় বিগত বছরগুলোতে আমরা সফল হতে পেরেছি এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পরিদর্শক মো. ইলিয়াস হোসেন তালুকদার,পরিদর্শক সাইফুর রহমান, উপ পরিদর্শক মো. আসাদুর রহমান, উপ পরিদর্শক খোন্দকার সুজাত আলী, সহকারী উপ পরিদর্শক মো. জান্নাতুন নাঈম আল ফেরদৌস, মো. মামুনুর রশিদ, আব্দুল ওয়ারেস, মাসুদ মিয়া, সিপাই হাবিবা খাতুন, আরিফুল ইসলাম, আবুল বাশার, আবু জাহিদ, মোহাম্মদ সারোয়ার আলম, মাহাতাব উদ্দিন, আক্তারুজ্জামান ও সজিব আহমেদ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT