ঢাকা (বিকাল ৫:৪১) শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ ও মাদকদ্রব্য ব্যবহার প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock বৃহস্পতিবার রাত ১০:৪৮, ২১ অক্টোবর, ২০২১

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা মিশনে বৃহস্পতিবার বিকেলে বাল্যবিবাহ ও মাদকদ্রব্য ব্যবহার প্রতিরোধে অ্যাডভোকেসী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ন্যাশনাল এজেন্সি ফর গ্রীন রিভ্যুলেশন-এনএজিআর ও এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ এই সভার আয়োজন করে।

ইউপি চেয়ারম্যান আশরাফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফফাত জাহান, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন দিলু, এনএজিআর সদস্য রবীন্দ্রনাথ হেমব্রম, প্যানেল চেয়ারম্যান রাশিদুল হক, মহিলা সদস্য পারভিন বেগম, সদস্য ফিরোজ আলী প্রমূখ।

বক্তারা বলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা এখন বাল্যবিবাহের ক্ষেত্রে যেমন সবচেয়ে এগিয়ে তেমনি মাদকদ্রব্য গ্রহণের ক্ষেত্রেও এগিয়ে আছে। এটা আমাদের জন্য লজ্জার। এ লজ্জা দূর করতে পরিবার, সমাজ ও প্রশাসন সবাইকে একযোগে কাজ করতে হবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT