ঢাকা (বিকাল ৫:০২) শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


চাঁপাইনবাবগঞ্জে এসএসসি ৯৪ ব্যাচের প্রথম পূণর্মিলনী অনুষ্ঠিত

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock মঙ্গলবার রাত ১১:০৬, ১২ জুলাই, ২০২২

“ফ্রেন্ডস ফর লাইফ” বা “জীবনের জন্য বন্ধু”-এ শ্লোগাণে জেলাব্যাপি এসএসসি-৯৪ ব্যাচের প্রথম পূণর্মিলনী-২০২২ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।

মুসলমানদের সবচেয়ে বড় উৎসব ঈদ-উল-আযহার পরের দিন এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে সোমবার বিকালে শহরের একটি রেস্টুরেন্টে গেট টুগেদারের আয়োজন করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ভিত্তিক চাঁপাইনবাবগঞ্জ জেলাব্যাপি এসএসসি-৯৪ ব্যাচ নামে একটি সংগঠন চাঁপাইনবাবগঞ্জ-৯৪।

এ উপলক্ষ্যে অনুষ্ঠানের প্রথম পর্বে বিকাল ৪টায় রেজিস্ট্রেশনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলার এসএসসি-৯৪ ব্যাচের শিক্ষার্থীরা। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলার ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান নবাবগঞ্জ সরকারী কলেজ মাঠে অবস্থিত শহীদ মিনারের পাদদেশে এসে শেষ হয়।

এখানে বন্ধুত্বের স্বাক্ষর রেখে বিভিন্ন গ্রুপে ফটোসেশন করেন ৯৪-এর শিক্ষার্থীরা। পরে রেস্টুরেন্টের হলরুমে কেক কেটে চাঁপাইনবাবগঞ্জ-৯৪ এর অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বন্ধুরা।

এ সময় চরমোহনপুর হাইস্কুলের সহকারী শিক্ষক (সামাজিক বিজ্ঞান) মো. জহুরুল ইসলাম বুলু ও লক্ষীপুর হাইস্কুলের সহকারী শিক্ষক (ইংরেজী) মো. আশরাফুল ইসলামের সঞ্চালনায়, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিশিষ্ট সাহিত্যিক ও বিআরবি মেডিকেলের আইসিইউ কনসালটেন্ট মো. আশরাফ জুয়েল, ইনফিনিটি কন্সট্রাকশনের ম্যানেজিং পার্টনার ইঞ্জিনিয়ার মো. শহিদুল ইসলাম, গোমস্তাপুরের ব্যবসায়িক মো. সিরাজুল ইসলাম টাইগার, রহনপুর স্টেশন বাজার বহুমুখি কল্যাণ সমিতির সভাপতি রুবেল, চিকিৎসক ফারহানা হাসান কেয়া, বাংলাদেশ ফিজিওথেরাপি এ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারন সম্পাদক চিকিৎসক আবু রামিম, গৃহিনী দিলারা খাতুন প্রমুখ।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ-৯৪ গ্রুপের এডমিন আরামিট সিমেন্ট লি. এর ব্যবস্থাপক মো. আসাদুজ্জামান বকুল এবং আইকন ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস লি. এর প্রকল্প ব্যবস্থাপক মো. পরাগ আফতাবী।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে সাংবাদিক এস এম সাখাওয়াত জামিল দোলন ও বালিয়াডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (জীব বিজ্ঞান) শেফালী খাতুনের পরিচালনায় র‌্যাফেল ড্র ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, অনুষ্ঠানে রেজিস্ট্রেশনের জন্য প্রথম ৫ জন বন্ধুকে এবং ১০ জন বন্ধুকে সম্মাননা প্রদান করা হয়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT