ঢাকা (রাত ৯:৫৭) শুক্রবার, ১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম
Meghna News নেপালে আন্তর্জাতিক অ্যাওয়ার্ডে মনোনীত হলেন নড়াইলের কৃতি সন্তান সোহাগ Meghna News নড়াইল জেলা ব্লাড ব্যাংকের স্বেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত Meghna News বিআরডিবি’র নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন মহিউদ্দিন তালুকদার Meghna News চাঁপাইনবাবগঞ্জে শাশুড়ী হত্যায় অভিযুক্ত টুটুল পলাতক Meghna News গৌরীপুরে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৬তম জন্মোৎসব পালিত Meghna News সিলেট টিটিসি থেকে ২২ বছর পর বদলী : মালিক হলেন লাল লাখ টাকার! Meghna News গৌরীপুরে হুমায়ূন আহমেদের নামে ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠার দাবী ভক্তদের Meghna News সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সম্পদের অনুসন্ধানে নেমেছে দুদক Meghna News চাঁপাইনবাবগঞ্জে বালু বোঝাই ট্রাক্টরের ধাক্কায় শিশু নিহত, চালক আটক Meghna News ভোলার চরফ্যাশনে মোটরসাইকেল-নসিমন সংঘর্ষে দুই বন্ধু নিহত

চাঁপাইনবাবগঞ্জের সড়কে পড়ে ছিল উপ-পরিদর্শকের মরদেহ

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock রবিবার ১২:১২, ৬ মার্চ, ২০২২

উপপরিদর্শক (এস.আই) নূর ইসলাম। বাড়ি যশোর জেলার অভয়নগর উপজেলায়। আর কর্মরত ছিলেন নবাবগঞ্জ সদর মডেল থানায়। আর তাই চাকুরি সুবাদে তিনি থাকতেন চাঁপাইনবাবগঞ্জে। কিন্তু সেই এসআই নূর ইসলামের মরদেহ উদ্ধার হলো রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলায়। সেখানে রাস্তার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে গোদাগাড়ী থানা পুলিশ।

এ বিষয়ে গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম জানান, গত শুক্রবার (৪ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টা শনিবার গোদাগাড়ী-আমনূরা সড়কের বিশ্বনাথপুর কাজীপাড়া এলাকায় সড়কের পাশে নূর ইসলামের (৪০) মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

পরে গোদাগাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। ওই সময় তিনি পোষাকে না থাকলেও রাস্তার পাশে এসআই নূর ইসলামের ব্যবহৃত মটরসাইকেলটি পড়ে ছিল। হেলমেট পাওয়া গেছে ভাঙ্গা অবস্থায়।

ধারণা করা হচ্ছে, কোনো গাড়ির সাথে মটরসাইকেলের ধাক্কা লেগে এসআই নূর ইসলাম রাস্তার পাশে থাকা গাছে ধাক্কা খেয়েছেন। এতে হেলমেট ভেঙে গিয়ে মাথায় আঘাত পাবার কারণে তার মৃত্যু হয়েছে।

মরদেহ উদ্ধারের পরে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ-রামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে আসলেই কিভাবে নূর ইসলামের মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের প্রতিবেদন পাবার পরই নিশ্চিত হওয়া যাবে। তারপরই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেয়া হবে বলেও জানান গোদাগাড়ী থানার ওসি।

এদিকে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন এসআই নূর ইসলামের মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, যশোর জেলার অভয়নগর উপজেলার ছেলে এসআই নূর ইসলাম নবাবগঞ্জ সদর মডেল থানায় কর্মরত ছিলেন। তবে তিনি কয়েকদিন থেকে ছুটিতে ছিলেন। আর গভীর রাতে ওই নির্জন সড়কটি দিয়ে তিনি কোথায় যাচ্ছিলেন, কেন যাচ্ছিলেন এবং তার সাথে আর কেও ছিলো কিনা তা তদন্ত সাপেক্ষে বলা যাবে।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT