ঢাকা (সন্ধ্যা ৭:৪৩) শনিবার, ২রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম
Meghna News নব্য কোনো ফ্যাসিবাদকে ক্ষমতায় দেখতে চাই না : ভিপি নুর Meghna News চাঁপাইনবাবগঞ্জে কেন্দ্রীয় যুবদলের নেতৃবৃন্দের মতবিনিময় ও লিফলেট বিতরণ Meghna News চাঁপাইনবাবগঞ্জে পুলিশের ওপর হামলার ঘটনায় আটক ২১ Meghna News মসজিদের নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন করলেন সমাজসেবক সাইফুল ইসলাম Meghna News যুবকরা এদেশের পরিবর্তনের মূল কারিগর- ইউএনও শাকিল আহমেদ Meghna News লোহাগড়ায় নানা কর্মসূচী পালনের মধ্যদিয়ে কালিপূজা অনুষ্ঠিত Meghna News গৌরীপুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা Meghna News লোহাগড়ায় মৃত পুলিশ সদস্যের গাছ কেটে নিলো দূর্বৃত্তরা Meghna News হোমনা বিএনপির আহ্বায়ক কমিটির বিরুদ্ধে প্রতিবাদ-বিক্ষোভ Meghna News চাঁপাইনবাবগঞ্জে সোয়া লক্ষ টাকার ফেনসিডিল উদ্ধার, ভারতীয় ট্রাক জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ‘কলিম উদ্দীন আহম্মদ স্মৃতি শিক্ষাবৃত্তি’ প্রদাণ

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock রবিবার রাত ০৩:১৩, ১৫ নভেম্বর, ২০২০

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পঞ্চম বারের মতো ৭ জন মেধাবী অস্বচ্ছল ছাত্র-ছাত্রীদের মাঝে “কলিম উদ্দীন আহম্মদ স্মৃতি শিক্ষাবৃত্তি” প্রদাণ করা হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে বৃত্তি প্রদাণ কমিটির সভাপতি ও দাদনচক এইচ.এম উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব মোহা. শফিকুর রহমানের বাসভবন চত্ত¡রে মরহুম কলিম উদ্দীন আহম্মদের পরিবারের সদস্যগণ আনুষ্ঠানিকভাবে ৫ম বারের মতো এই বৃত্তি প্রদাণ করেন।

এ সময় স্থানীয় ৬টি মাধ্যমিক বিদ্যালয়ের ২০২০ সালের বিজ্ঞাণ বিভাগে এসএসসি উত্তীর্ণ অস্বচ্ছল পরিবারের ৭ জন মেধাবী ছাত্রছাত্রীকে এককালীন ৮ হাজার টাকা করে বৃত্তি প্রদাণ করা হয়। বৃত্তি প্রাপ্তরা হলো- দাদনচক এইচ.এম উচ্চ বিদ্যালয়ের মো. মাহিন ইকবাল ও মো. আব্দুল্লাহ, হুমায়ুন রেজা উচ্চ বিদ্যালয়ের সজিব কুমার সাহা, দাদনচক বেল আফরোজ ইদ্রিশী বালিকা উচ্চ বিদ্যালয়ের মোসা. সুরাইয়া সুলতানা, বিনোদপুর উচ্চ বিদ্যালয়ের মোসা. জুলি আরাফাত, আলহাজ্ব শরীফ আক্ষন্দ কারিগরি উচ্চ বিদ্যালয়ের মো. বারিক আলী এবং মনাকষা বালিকা উচ্চ বিদ্যালয়ের ফাতেমা জাহান মিসকাত।

এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বৃত্তি প্রদাণ কমিটির সভাপতি আলহাজ্ব মোহা. শফিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক আলহাজ্ব মো.আসাদুজ্জামান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিনোদপুর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব মো. মোশাররফ হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে দাদনচক এইচ.এম উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব মুহা. নজরুল ইসলাম, প্রধান শিক্ষক মোহা. গোলাম রাব্বানী, দাদনচক বেল আফরোজ ইদ্রিশী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহা.শফিকুল আলম, মনাকষা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহা. আরিফ উদ্দিন, বিনোদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহা. সাব্বির উদ্দিন, ৬১নং মনাকষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিমা খাতুনসহ বৃত্তি প্রদাণ পরিচালনা কমিটির সদস্যবৃন্দ স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মনাকষা ইউনিয়নের সাতরশিয়া গ্রামের শিক্ষানুরাগী ব্যক্তি মরহুম কলিম উদ্দীন আহম্মদ ১৯২৪ সালে বি.এ, বি.টি. পাশ করার পর দীর্ঘ ৪৪ বৎসর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন। তিনি দাদনচক হেমায়েত মেমোরিয়াল হাইস্কুল, মালদহের কালিয়াচক হাইস্কুল, মনাকষা হুমায়ুন রেজা হাইস্কুল, দিনাজপুরের বিরোল হাইস্কুল, রাণীনগর হাইস্কুলে (ধাইনগর) প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৮৯৯ সালের ১৭ জুন জন্মগ্রহণ করেন। ১৯৬৮ সালে মনাকষা হুমায়ুন রেজা হাইস্কুল থেকে প্রধান শিক্ষক হিসেবে অবসরগ্রহণ করেন এবং ১৯৭০ সালের ২৬ মার্চ ইহলোক ত্যাগ করেন।

তাঁর নামে ২০১৫ সালে প্রতিষ্ঠিত “কলিম উদ্দীন আহম্মদ স্মৃতি শিক্ষাবৃত্তি ফান্ড” থেকে অস্বচ্ছল মেধাবীদের বৃত্তি প্রদাণ করে আসছে কলিম উদ্দীন আহম্মদ স্মৃতি শিক্ষাবৃত্তি কমিটি।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT