ঢাকা (বিকাল ৩:১২) সোমবার, ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

গৌরীপুর জংশনে সন্ত্রাস ও নাশকতা বিরোধী প্রচারাভিযান ও সভা

ওবায়দুর রহমান ওবায়দুর রহমান Clock বুধবার রাত ১০:০৬, ২২ নভেম্বর, ২০২৩

ময়মনসিংহের গৌরীপুর রেলওয়ে জংশনে সন্ত্রাস ও নাশকতা বিরোধী প্রচারাভিযান ও সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১১ টায় উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির উদ্যোগে গৌরীপুর রেলওয়ে জংশন ঘুরে ঘুরে সন্ত্রাস ও নাশকতা বিরোধী প্রচারাভিযান চালানো হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীনের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা অফিসার মাহফুজ ইবনে আইয়ুবের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাহবুব হাসান, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ইমরান আল হোসাইন, গৌরীপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার সফিকুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, রামগোপালপুর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল-আমিন জনি, গৌরীপুর পৌরসভার প্যানেল মেয়র নাজিম উদ্দিন, পৌর কাউন্সিলর আব্দুর রউফ মোস্তাকিম, সহকারি শিক্ষা অফিসার হাদিউল ইসলাম, গৌরীপুর রাজেন্দ্র কিশোর সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক শাহজাহান কবির, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মুজিবুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহিম, সাবেক ডেপুটি কমান্ডার নাজিম উদ্দিন প্রমুখ।



শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT