ঢাকা (রাত ২:১৯) মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


গৌরীপুরে লুৎফর রহমানের বইয়ের মোড়ক উন্মোচন

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock শুক্রবার রাত ১১:৫৯, ২ সেপ্টেম্বর, ২০২২

গৌরীপুর লেখক সংঘের উদ্যোগে মুক্ত চিন্তার ধারক বাহক, বুদ্ধিজীবী, কলামিস্ট ও প্রগতিশীল চেতনায় উদ্ভাসিত; বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমানের “বাহারি শস্যের মুখরিত দ্বীপ” কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।

শুক্রবার (২ সেপ্টেম্বর) বিকালে ময়মনসিংহের গৌরীপুর শাখা উদীচী ভবনে এ মোড়ক উন্মোচন করা হয়।

এ অনুষ্ঠানে গৌরীপুর লেখক সংঘের সভাপতিমন্ডলীর সদস্য ছড়াকার আজম জহিরুল ইসলামের সভাপতিত্বে ও মুজিবুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন, কবি সরকার আজিজ, কবি হান্নান কল্লোল, জেলা পরিষদের সাবেক সদস্য ও গৌরীপুর প্রেসক্লাবের আহবায়ক এইচএম খায়রুল বাসার, উপজেলা সিপিবি’র সাধারণ সম্পাদক হারুন-আল-বারী, উদীচী গৌরীপুর শাখার সভাপতি ওবায়দুর রহমান, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মমতাজ বেগম, ছাত্র ইউনিয়ন উপজেলা কমিটির সভাপতি এনামুল হাসান অনয়, কবি জয়নাল আবেদীন প্রমুখ।

অনুষ্ঠানে লেখক সংঘসহ স্থানীয় সকল প্রগতিশীল সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

লেখক লুৎফর রহমান মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত সকলের কৃতজ্ঞতা প্রকাশ করে; সবাইকে কাব্যগ্রন্থটি পড়ার আহবান জানান।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT