গৌরীপুরে মিঠু হত্যার ঘটনাটি ভিন্নখাতে নেয়ার চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ রবিবার রাত ০১:৩৫, ১৮ সেপ্টেম্বর, ২০২২
ময়মনসিংহের গৌরীপুরে কলেজ ছাত্র জহিরুল ইসলাম মিঠু হত্যার ঘটনাটি ভিন্নখাতে নেয়ার চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে গৌরীপুর গৌরীপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনটি করেন-ঘটনার পর অগ্নিসংযোগের শিকার গৌরীপুর মাছ মহাল এলাকার কসমেটিকসের দোকানদার মোঃ জাহাঙ্গীর আলম ও ২০২০ সালে সন্ত্রাসীদের হামলায় নিহত উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও বিআরডিবি’র চেয়ারম্যান মাসুদুর রহমান শুভ্রর ছোট ভাই আবিদুর রহমান প্রান্ত। প্রান্ত শুভ্র হত্যা মামলার বাদী। মামলাটি বর্তমানে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে।
লিখিত বক্তব্যে তারা অভিযোগ করেন-গত ১৩ সেপ্টেম্বর সন্ধ্যায় গৌরীপুর পাট বাজার মোড়ে সোনার দরদামের বাগবিতন্ডায় দূবৃত্তের ছুরিকাঘাতে নিহত মিঠু খুনের ঘটনার পর বিভিন্ন বাসাবাড়িতে ভাংচুর, দোকানে লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়।
তারা দাবী করেন, মিঠু হত্যার সাথে কারা জড়িত তা পরিষ্কারভাবে প্রমাণিত। এই ঘটনাটিকে একটি পক্ষ ভিন্নখাতে নেয়ার চেষ্টা চালিয়ে আসছে। বিশেষ করে শুভ্র হত্যা মামলার বাদী ও স্বাক্ষীদের নাম জড়ানোর চেষ্টা চলছে। এ পরিকল্পনার অংশ হিসেবে শুভ্র হত্যা মামলার আসামি গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলামের নির্দেশে তার ভাইয়েরা সেদিন রাতে শুভ্র হত্যা মামলার বাদী প্রান্তের বাসা, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর ও মামলার প্রত্যক্ষদর্শী স্বাক্ষী জাহাঙ্গীরের দোকানে আগুন দেয়। এতে ৫০ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবী করেন তারা। এ ঘটনার পর থেকে তারা জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন।
অভিযোগের ব্যাপারে গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম বলেন, মিঠুর হত্যাকারী ডেভিড রকি শুভ্রর ছোট ভাই আবিদুর রহমান প্রান্তের লোক। ফেইসবুকে প্রান্ত’র সাথে রকির একাধিক ছবি রয়েছে। ঘটনার দিন সন্ধ্যায় হত্যাকারী রকি জাহাঙ্গীরের দোকানে বসা ছিল, তাই হত্যাকান্ডের পর উত্তেজিত জনতা ক্ষিপ্ত হয়ে তার দোকানে হামলা ও অগ্নিসংযোগ করেছে।
তিনি আরও জানান, এ ঘটনার দিন দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার হাজিরার তারিখ থাকায় আমি ও আমার ভাইয়েরা ঢাকায় অবস্থান করছিলাম, এর সাথে আমাদের কোন সংশ্লিষ্টতা নেই।