গৌরীপুরে মাসব্যাপী তালবীজ রোপন
‘একটি তালগাছ একটি বজ্রনিরোধক দণ্ড হিসাবে কাজ করবে’- গৌরীপুরে মাসব্যাপী তালবীজ রোপন কর্মসূচীতে ইউএনও শাকিল আহমেদ
ওবায়দুর রহমান মঙ্গলবার রাত ১০:৪৫, ১ অক্টোবর, ২০২৪
‘একটি তালগাছ একটি বজ্রনিরোধক দণ্ড হিসাবে কাজ করবে’ গৌরীপুরে মাসব্যাপী তালবীজ রোপন কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার শাকিল আহমেদ এ কথা বলেছেন।
তিনি আরও বলেন, ‘অতি সম্প্রতি বজ্রপাতের প্রবণতা বেড়ে গেছে এবং প্রাণহানি হচ্ছে সহসাই। এই প্রেক্ষাপটে আজকে ‘গৌরীপুর রক্তদান ফাউন্ডেশন’ এর উদ্যোগে মাসব্যাপী তালবীজ রোপণ করা হচ্ছে। বজ্রপাত থেকে রক্ষায় সরকার যে বজ্রনিরোধক দণ্ড স্থাপন করেন সেটাতে প্রায় পাঁচ লাখ টাকার মতো খরচ হয়। আমরা মনে করছি একটি তালগাছ একটি বজ্রনিরোধক দণ্ড হিসাবে কাজ করবে। সরকারের টাকা সাশ্রয় হবে। পরিবেশ, প্রতিবেশ ও আমাদের প্রাণহানি থেকে রক্ষা পাবো।’
মঙ্গলবার(১অক্টোবর) দুপুরে স্বেচ্ছাসেবী সংগঠন ‘গৌরীপুর রক্তদান ফাউন্ডেশন’ উদ্যোগে মাসব্যাপী তালবীজ রোপণ উৎসব কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
গৌরীপুর রক্তাদান ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজীব বলেন, আগামী ১০ অক্টোবর গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অক্টোবর মাসব্যাপী তালবীজ রোপণ উৎসবের আয়োজন করা হয়। এজন্য আমরা সংগঠনের সদস্যদের নিয়ে সেপ্টেম্বর মাসজুড়ে তালবীজ সংগ্রহ প্রতিযোগিতার আয়োজন করে দশ হাজার তালবীজ সংগ্রহ করেছি। আজকে উপজেলার ঘাগলা এলাকায় মহাসড়কের পাশে ১৭০০ তালবীজ রোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।
কর্মসূচিতে অংশ নেন উপজেলা শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার কমল কুমার রায়, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক রমজানূর আহমেদ নাজিম, রাজিবুল হাসান, সদস্য- শিমুল মিয়া, ইফাত আরা, জারিন আক্তার, বাপ্পী আহমেদ, সজিবুল ইসলাম শান্ত, রাকিবুল ্ইসলাম শান্ত, বাকির মিয়া, হুমায়ূন আহমেদ, পাপ্পু ও হারুন টি হাউজের পরিচালক মো. হারুন মিয়া।