গৌরীপুরে ভ্রাম্যমান আদালতে চার ব্যক্তির দণ্ড
ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ শুক্রবার রাত ০২:১১, ৯ সেপ্টেম্বর, ২০২২
ময়মনসিংহের গৌরীপুরে মাদক সেবন ও সংরক্ষণের দায়ে; চার ব্যক্তিকে দণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন; উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ।
দণ্ডপ্রাপ্তরা হলেন-গৌরীপুর পৌরসভার পূর্ব দাপুনিয়া মহল্লার মৃত আহম্মেদ আলীর ছেলে হাবিবুর রহমান (৪০)-কে ৫ মাসের কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড; নতুন বাজার মহল্লার আক্কাস আলীর ছেলে আলমগীর হোসেন রতন (৪৫)-কে ৩ মাসের কারাদণ্ড ও ৫ শত টাকা অর্থদণ্ড ও অচিন্তপুর ইউনিয়নের রামজীবনপুর গ্রামের মৃত এয়ার হোসেনের ছেলে আব্দুল রাজ্জাক (৫৫)-কে ৪ মাসের কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করে ভ্রাম্যমান আদালত।
এছাড়াও ভ্রাম্যমান আদলত থেকে পলাতক শালীহর গ্রামের সুরুজ মিয়ার ছেলে মাসুদ মিয়ার বিরুদ্ধে নিয়মিত মামলার আদেশ প্রদান করা হয়েছে।
দণ্ডপ্রাপ্তদের কাছ থেকে ৩৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুড়িয়ে বিনষ্ট করেন ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালতকে সার্বিক সহযোগিতা করেন ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘খ’ সার্কেলের পরিদর্শক চন্দন গোপাল সূর।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্র্যাট হাসান মারুফ জানান, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।