ঢাকা (রাত ৮:৫১) রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

গৌরীপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরন সভা অনুষ্ঠিত

Exif_JPEG_420

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock বুধবার সন্ধ্যা ০৭:৩৬, ২ জুন, ২০২১

ময়মনসিংহের গৌরীপুর পৌরসভায় ৫ জুন থেকে ১৯ জুন পর্যন্ত পক্ষকালব্যাপি জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে বুধবার (২ জুন) দুপুর ১২টায় পৌরসভা হল রুমে অবহিতকরন ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও লাইসেন্স পরিদর্শক সিবিএ নেতা আতাউর রহমান আতার সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্যানেল মেয়র-১ মোঃ নাজিম উদ্দিন, পৌরসভা ভ্যাক্সিনেটর সুপারভাইজার (এমপিআই) উম্মে জহুরা, ব্র্যাক গৌরীপুর (স্বাস্থ্য) ম্যানেজার প্রত্যয় কুমার সরকার, এডরা বাংলাদেশ, গৌরীপুর, ট্রেইনার নাসরীন আক্তার, সূর্যের হাসি ক্লিনিক, গৌরীপুর, সোনিয়া বিলকিছ প্রমুখ।

এসময় আরো উপস্থিত ছিলেন গৌরীপুর পৌরসভার প্যানেল মেয়র-২ দিলুয়ারা আক্তার, প্যানেল মেয়র-২ মোছাঃ রোজিনা আক্তার চৌধুরী, সংরক্ষিত মহিলা কাউন্সিলর সালেহা আক্তার, সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রউফ মোস্তাকিম, দেলোয়ার হোসেন বাচ্চু, মাসুদ মিয়া রতন, নুরুল ইসলাম, জিয়াউর রহমান জিয়া, এমরান মুন্সি, সাদেকুর রহমান, আরিফুল ইসলাম ভূইয়া।

পৌরসভার ভ্যাক্সিনেটর সুপারভাইজার (এমপিআই) উম্মে জহুরা জানান, পৌরসভার ০৯টি ওয়ার্ডে ২৪টি টিকাদান কেন্দ্রে ০৬-১১ মাস বয়সী ৩৬৮ জন শিশুকে নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী ৩ হাজার ৭৯ জন শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT