গৌরীপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত
ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ সোমবার সন্ধ্যা ০৭:০২, ১৫ মার্চ, ২০২১
‘মুজিববর্ষে শপথ করি, প্লাস্টিক দূষণ রোধ করি’ এ স্লোগানে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার (১৫ মার্চ) বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফের সভাপতিত্বে ও মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার কমল রায়ের সঞ্চালনায় বেলা ১১ টায় পাবলিক হলে এ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ আব্দুর রহিম, ডেপুটি কমান্ডার মোঃ নাজিম উদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ম. নুরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিকা পারভীন, গৌরীপুর প্রেসক্লাবের সদস্য সচিব মশিউর রহমান কাউসার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ।
এতে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার লুৎফুন্নাহার, উপজেলা প্রকৌশলী আবু সালেহ মোহাম্মদ ওয়াহেদুল হক, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুল মান্নান, উপজেলা পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা শওকত উসমান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রাকিবুল হাসান, সাংবাদিক আনোয়ার হোসেন শাহীন, হুমায়ূন কবির, গৌরীপুর রেস্টুরেন্ট ও মিষ্টি দোকান মালিক সমিতির সভাপতি আমিনুল ইসলাম প্রমুখ।