ঢাকা (রাত ৪:৪৬) বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

গৌরীপুরে বিদ্যুতায়িত হয়ে বাবা ও শিশু কন্যার মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট

ওবায়দুর রহমান ওবায়দুর রহমান Clock বৃহস্পতিবার সকাল ০৮:৪৯, ২৮ ডিসেম্বর, ২০২৩

ময়মনসিংহের গৌরীপুরে পুকুরে সেচ দিতে গিয়ে বাক প্রতিবন্ধী বাবা শফিকুল ইসলাম (৪০) ও তার শিশু কন্যা হৃদিমনি (৭) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। ২৭ ডিসেম্বর বুধবার এই ঘটনাটি ঘটেছে উপজেলার মাওহা ইউনিয়নের ধারাকান্দি গ্রামে।

প্রতিবেশিরা জানান, এদিন বিকালে পুকুরে পানির সেচ দিচ্ছিলো শফিকুল ইসলাম। এসময় তাঁর শিশু কন্যা হৃদিমনি মটারে বিদ্যুৎতের তার স্পর্শ করলে সে বিদ্যুৎতায়িত হয়। এ সময় বাবা শফিকুল ইসলাম কন্যাকে উদ্ধার করতে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। পরে পরিবারের লোকজন ও প্রতিবেশিরা তাদের উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। হৃদিমনি ধারাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ফারজানা বিনতে মজিদ জানান, হাসপাতালে আসার আগেই বাবা-মেয়ের মৃত্যু হয়েছে।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ সুমন চন্দ্র রায় বলেন, গৌরীপুর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় কোন অভিযোগ নেই। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT