ঢাকা (রাত ১:৫১) শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

গৌরীপুরে বরেণ্য বুদ্ধিজীবী গোলাম সামদানী কোরায়শী’র জন্মদিন পালিত 

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock বৃহস্পতিবার রাত ০৩:০৫, ৭ এপ্রিল, ২০২২

ময়মনসিংহের গৌরীপুর লেখক সংঘের উদ্যোগে বরেণ্য বুদ্ধিজীবী, সাহিত্যিক, অনুবাদক, গবেষক, স্বাধীনতা পদকপ্রাপ্ত শিক্ষক গোলাম সামদানী কোরায়শী’র ৯২তম জন্মদিন পালন করা হয়েছে।

গত মঙ্গলবার বিকেলে এ উপলক্ষে ভূটিয়ারকোনা সাধারণ পাঠাগারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে গৌরীপুর লেখক সংঘের সভাপতি মণ্ডলীর সদস্য মজিবুর রহমান ফকির এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন মাওহা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আল ফারুক।

অন্যান্যদের মধ্যে আলোচনা করেন, গোলাম সামদানী কোরায়শী’র সুযোগ্য পুত্র ইয়াজদানী কোরায়শী কাজল, ময়মনসিংহ সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক কবি স্বাধীন চৌধুরী, ভূটিয়ারকোনা সাধারণ পাঠাগারের প্রতিষ্ঠাতা সাবেক ব্যাংকার এম এ কুদ্দুস, সাধারণ সম্পাদক আজিবুর রহমান, ভূটিয়ারকোনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোহাম্মদ, গৌরীপুর উপজেলা সুজনের সভাপতি রিয়াজুল হাসনাত, গৌরীপুর লেখক সংঘের সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট কবি ডা.মোঃ শহীদুল্লাহ, গৌরীপুর মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক কবি সেলিম আল রাজ, সাংবাদিক আরিফ আহমেদ, গৌরীপুর ছাত্র ইউনিয়ন নেতা এনামুল হাসান অনয় প্রমুখ।

আলোচকরা বলেন, গোলাম সামদানী কোরায়শী একজন নানা গুণে গুণান্বিত ব্যক্তি ছিলেন। তিনি আজীবন এদেশের সাধারণ মানুষের কথা বলে গেছেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT