গৌরীপুরে বইমেলা আয়োজনের মধ্যে দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ রবিবার রাত ০৯:৫৪, ২১ ফেব্রুয়ারী, ২০২১
মহান একুশে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জে সুধীর বড়ুয়া স্মৃতিচত্বরে ‘৫২’র অগ্নিশিখা’ শ্যামগঞ্জের আয়োজনে দুই দিনব্যপী বইমেলা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে ২০ ফেব্রুয়ারী (শনিবার) সকাল ৭ টায় বইমেলার উদ্বোধন করা হয় এবং চিত্রাংকন প্রতিযোগিতা, বর্ণমালা লিখন প্রতিযোগিতা হয়েছে। ২১ ফেব্রুয়ারী (রবিবার) সকাল ১০টায় প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।
এ বইমেলার বিষয়ে গৌরীপুর উপজেলার ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক অর্ক দত্ত বলেন, তরুণদের মাঝে ৫২’র ভাষা আন্দোলনকে ছড়িয়ে দিতেই এমন আয়োজন।
শ্যামগঞ্জ উদীচী’র সভাপতি ডাঃ মোঃ শহীদুল্লাহ বলেন, এ বইমেলার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের কিশোর-কিশোরীরা ৫২’র ভাষা আন্দোলন সম্পর্কে জানতে পারবে ও অনুধাবণ করতে পারবে।
গৌরীপুর উপজেলা সিপিবি’র সাধারণ সম্পাদক বলেন, এ বইমেলা অত্র অঞ্চলের শিক্ষার্থী, নতুন প্রজন্মের কাছে ভাষা শহীদদের গুরুত্ব বহন করবে। ৫২’র ভাষা আন্দোলন আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামে যে ভূমিকা পালন করেছে তা মানুষের সামনে তুলে ধরা যাবে।