ঢাকা (দুপুর ১:৫১) শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

গৌরীপুরে বইমেলা আয়োজনের মধ্যে দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock রবিবার রাত ০৯:৫৪, ২১ ফেব্রুয়ারী, ২০২১

মহান একুশে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জে সুধীর বড়ুয়া স্মৃতিচত্বরে ‘৫২’র অগ্নিশিখা’ শ্যামগঞ্জের আয়োজনে দুই দিনব্যপী বইমেলা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে ২০ ফেব্রুয়ারী (শনিবার) সকাল ৭ টায় বইমেলার উদ্বোধন করা হয় এবং চিত্রাংকন প্রতিযোগিতা, বর্ণমালা লিখন প্রতিযোগিতা হয়েছে। ২১ ফেব্রুয়ারী (রবিবার) সকাল ১০টায় প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।
এ বইমেলার বিষয়ে গৌরীপুর উপজেলার ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক অর্ক দত্ত বলেন, তরুণদের মাঝে ৫২’র ভাষা আন্দোলনকে ছড়িয়ে দিতেই এমন আয়োজন।

শ্যামগঞ্জ উদীচী’র সভাপতি ডাঃ মোঃ শহীদুল্লাহ বলেন, এ বইমেলার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের কিশোর-কিশোরীরা ৫২’র ভাষা আন্দোলন সম্পর্কে জানতে পারবে ও অনুধাবণ করতে পারবে।

গৌরীপুর উপজেলা সিপিবি’র সাধারণ সম্পাদক বলেন, এ বইমেলা অত্র অঞ্চলের শিক্ষার্থী, নতুন প্রজন্মের কাছে ভাষা শহীদদের গুরুত্ব বহন করবে। ৫২’র ভাষা আন্দোলন আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামে যে ভূমিকা পালন করেছে তা মানুষের সামনে তুলে ধরা যাবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT