ঢাকা (রাত ১১:২৩) মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


গৌরীপুরে পৌর নির্বাচনে আচরণবিধি লংঘনের দায়ে ৪ জনকে জরিমানা

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock শুক্রবার দুপুর ০২:৫৭, ১৫ জানুয়ারী, ২০২১

ময়মনসিংহের গৌরীপুর পৌরসভা নির্বাচনে আচারণবিধি লংঘন করায় ২ মেয়র প্রার্থী, ১ কাউন্সিলর প্রার্থী ও এক মেয়র প্রার্থীর সমর্থককে অর্থদন্ড দিয়েছেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবিদুর রহমান এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। তিনি বৃহস্পতিবার (১৪ জানুয়ারি/২০২১) এ তথ্য নিশ্চিত করেন।

এ বিষয়ে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবিদুর রহমান জানান, বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আতাউর রহমান আতাকে রঙিন পোস্টার ব্যবহার করায় ২হাজার টাকা, স্বতন্ত্র চামচ প্রতীকের প্রার্থী আবু কাউছার চৌধুরী রন্টিকে ডাবল মাইক ব্যবহার করার জন্য ২হাজার টাকা, সংরক্ষিত আসন-২ (৪, ৫ ও ৬নং) ওয়ার্ডের অটোরিকশা প্রতীকের প্রার্থী মোছাঃ রোজিনা আক্তার চৌধুরীকে প্রার্থী ব্যতিত অন্য নাম ও পরিচয় ব্যবহারের দায়ে ১হাজার টাকা ও নৌকা প্রতীকের সমর্থক ইদ্রিছ আলীকে নির্ধারিত মাপের চেয়ে বড় বৈঠা ব্যবহারের দায়ে ১হাজার টাকা অর্থদন্ড করেছেন ভ্রামম্যান আদালত।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT