ঢাকা (সকাল ৯:২৩) বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

গৌরীপুরে জমি নিয়ে বিরোধে এস.এস.সি পরীক্ষার্থীকে মারধর;পিটিয়ে মায়েরও ভাঙ্গল দু’পা

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock বুধবার রাত ০২:১৭, ২০ এপ্রিল, ২০২২

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ময়মনসিংহের গৌরীপুরে ডৌহাখলা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী খাদিজাতুল কুবরাকে (১৬) মারধর ও তার মা মরিয়ম বেগমকে (৪২) পিটিয়ে দুই পা ভেঙে দিয়েছে প্রতিপক্ষের লোকজন।

এ ঘটনায় ১৮ এপ্রিল সোমবার রাতে গৌরীপুর থানায় মামলা হয়েছে।

এর আগে গত ১১ এপ্রিল উপজেলার ডৌহাখলার ইউনিয়নের ছোট বৃডৌহাখলা গ্রামের মা ও মেয়ের ওপর হামলা করে প্রতিপক্ষের লোকজন।

মামলা সূত্রে জানা গেছে, জমি সংক্রান্ত বিষয় নিয়ে ডৌহাখলা ইউনিয়নের ছোট বৃডৌহাখলা গ্রামের বাসিন্দা আব্দুল মোতালেবের সাথে প্রতিবেশী আবুল হাশিমের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিরোধের জের ধরে গত ১১ এপ্রিল প্রতিপক্ষের লোকজন মোতালেবের বাড়ির পিছনে এসে গালি-গালাজ শুর করে।

এসময় প্রতিবাদ করলে প্রতিপক্ষের লোকজন হামলা করে মোতালেবের মেয়ে খাদিজাতুল কুবরাকে মারধর ও তার স্ত্রী মরিয়ম বেগমকে পিটিয়ে দুই পা ভেঙে দেয়।

এ ঘটনায় গত সোমবার মোতালেবের ছেলে আব্দুল মজিদ বাদী হয়ে গৌরীপুর থানায় আবুল হাশিমসহ পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেন।

এ বিষয়ে জানতে চাইলে আবুল হাশিম সাংবাদিকদের বলেন, আমার জায়গা মোতালেবের পরিবার দখল করে রেখেছে। আমি জায়গায় যেতে চাইলে তার স্ত্রী ও মেয়ে অকথ্য ভাষায় গালি-গালাজ করে। মারধর ও হামলার অভিযোগ সত্য নয়।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মোঃ আব্দুল হালিম সিদ্দিকী বলেন এ ঘটনায় মামলা হয়েছে। পুলিশ তদন্ত করছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT