গৌরীপুরে কুল (বড়ই) পাড়তে গিয়ে ১ বৃদ্ধের মৃত্যু
ওবায়দুর রহমান,গৌরীপু্র,ময়মনসিংহ বৃহস্পতিবার রাত ১০:৩০, ১৭ মার্চ, ২০২২
ময়মনসিংহের গৌরীপুরে গাছ থেকে কুল (বড়ই) পাড়তে গিয়ে হুসেন মিয়া (৬৫) নামে একজন মারা গিয়েছেন।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৭মার্চ) উপজেলার বোকাইনগর ইউনিয়নের ফুলহর গ্রামে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, হুসেন মিয়া বাড়ির পাশের কুলগাছে (বড়ই গাছ) কিছু কুল পেড়ে গাছ ছাটাই করতে থাকে। গাছ ছাটাই করার সময় হঠাৎ পা ফসকে পড়ে যায়।
পরে স্বজনরা গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বোকাইনগর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ চুন্নু মিয়া বলেন, হুসেন মিয়া গাছ ছাটাই করতে গিয়ে হঠাৎ করে পড়ে গিয়ে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহজাবিন বলেন, রোগীকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা যান। আমরা তার স্বজনদের হাতে ডেথ সার্টিফিকেট দিয়ে দিয়েছি।
এ ঘটনায় গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, নিহতের স্ত্রী সন্তানেরা বাড়ির বাইরে থাকায় তাদের সাথে কথা বলা যাচ্ছেনা। তারা আসার পর লাশের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।