ঢাকা (সকাল ৭:১০) রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

গৌরীপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন

ওবায়দুর রহমান প্রতিবেদকঃ ওবায়দুর রহমান Clock প্রকাশের সময়ঃ শুক্রবার সন্ধ্যা ০৬:০৪, ৮ সেপ্টেম্বর, ২০২৩

“পরিবর্তনশীল ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সাক্ষরতার প্রসার” এই প্রতিপাদ্যে ময়মনসিংহের গৌরীপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন করা হয়েছে।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে স্থানীয় অফিসার্স ক্লাব মিলনায়তনে একাডেমীক সুপারভাইজার কমল কুমার রায়ের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নিলুফার আনজুম পপি, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, রামগোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমীন জনি, উপজেলা শিক্ষা অফিসার আনজুমান আরা বেগম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুর রহিম, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে, দিবসটিতে শিক্ষার প্রয়োজনীয়তা ও তাৎপর্য তুলে ধরেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাকিব হাসান, উপজেলা প্রোগ্রামার আবুল কালাম আজাদ, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ আবু রায়হান, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট জসিম উদ্দিন আহমেদ, ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি মোঃ ইউসুফ আলী, সোস্যাল ইউনিটি ফর নার্সিং (সান)’র নির্বাহী পরিচালক ওবায়দুর রহমান, চান্দের সাটিয়া মডেল স্কুলের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন এনজিও প্রতিনিধিগণ।



শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT