ঢাকা (রাত ১:৪০) বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

গৌরীপুরে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock সোমবার দুপুর ০২:১২, ৯ নভেম্বর, ২০২০

ময়মনসিংহের গৌরীপুরে ব্রিফকেছের ভিতর থেকে সোমবার (৮ নভেম্বর) সকালে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের পাশে গঙ্গাশ্রম এলাকার একটি কাললভার্টের নিচ থেকে অজ্ঞাত যুবতীর লাশ উদ্ধার করেছে গৌরীপুর থানা পুলিশ।

গৌরীপুর উপজেলার সীমান্তবর্তী গঙ্গাশ্রম এলাকায় কালভার্টের নিচে একটি ব্রিফকেছ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। ব্রিফকেছ দেখে স্থানীয়দের সন্দেহ হলে খবর দেওয়া হয় পুলিশকে।

পুলিশ গিয়ে ব্রিফকেছ উদ্ধার করে দেখতে পায় ভেতরে পাটের বস্তায় মোড়ানো এক অজ্ঞাত আনুমানিক ৩৫ বছর বয়সী যুবতী নারীর লাশ। কালভার্টের নিচে পানির মধ্যে লাশটি যাতে ডুবে থাকে সে জন্যই ভেতরে ৫টি ইট ভরে দেওয়া হয়েছিল।

নিহতের পরিচয় ও হত্যার রহস্য উদঘাটনে পুলিশের পাশাপাশি সিআইডিও কাজ শুরু করেছে। গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) সাখের হোসেন সিদ্দিকী বলেন, খবর পেয়ে ব্রিফকেছবন্দি নারীর লাশ উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্তসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT