গাইবান্ধায় ট্রাক চাপায় পুলিশ কনস্টেবল নিহতের ঘটনায় গ্রেফতার ৩
আসাদুজ্জামান খন্দকার শনিবার রাত ০৯:১৭, ২৬ আগস্ট, ২০২৩
গাইবান্ধা শহরে ট্রাক চাপায় বিপ্লব প্রামানিক নামের এক ট্রাফিক পুলিশ কনস্টেবল নিহত হয়। এ ঘটনায় ট্রাকের চালকসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে ট্রাকটিও জব্দ করা হয়।
শনিবার (২৬ আগস্ট) দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন গাইবান্ধা পুলিশ সুপার কামাল হোসেন।
গ্রেফতারকৃতরা হলেন, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শোভাগঞ্জের ওই ট্রাকের মালিক কাম চালক আনিছুর রহমান, রংপুরের মাহিগঞ্জের সহকারি চালক জামাল মিয়া ও মশিউর রহমান। শুক্রবার (২৫ আগস্ট) বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকাল ৬ টা ২০ মিনিটের দিকে বালাশীঘাট থেকে আসা একটি ট্রাক (ঢাকা-মেট্রো-ট ২০-৪০৯৩) গাইবান্ধা শহরের পুরাতন জেলখানা সংলগ্ন পৌঁছায়। এসময় ট্রাফিক পুলিশ কনস্টেবল বিপ্লব প্রামানিককে চাপা দেয়। এতে ঘটনাস্থলে নিহত হোন তিনি। নিহত বিপ্লব প্রামানিক সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার তালগাছি গ্রামের মৃত আসমত আলীর ছেলে।
পুলিশ সুপার কামাল হোসেন বলেন, এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা হয়। পরবর্তী ঘটনার দিন থেকে অভিযান শুরু করা হয়। এটি অব্যাহত রেখে তথ্যপ্রযুক্তির মাধ্যমে ট্রাক ও মালিকে শনাক্ত করা হয়েছে। এরপর শুক্রবার (২৫ আগস্ট) বিকেলে রংপুর থেকে ট্রাকটি জব্দসহ ওই তিনজনকে বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়।