ঢাকা (দুপুর ২:৪৬) শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম
Meghna News সিলেটে বেড়েছে নিত্যপ্রয়োজনীয় পন্যের দাম Meghna News দাউদকান্দিতে স্বেচ্ছাসেবক লীগের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন Meghna News কোটা আন্দোলন : সিলেট বিভাগে ২৮টি মামলা, ২০ হাজার মানুষ আসামী Meghna News ঢাবি ছাত্র ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক গৌরীপুরে ছুরিকাঘাত Meghna News টাঙ্গাইলে শিক্ষার্থীদের মিছিলে পুলিশের হামলা Meghna News ঢাকাসহ সারাদেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন Meghna News সারা দেশে আজ ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি Meghna News যাত্রাবাড়ী ফ্লাইওভারে সংঘর্ষ, হাসপাতালে নেয়ার পথে যুবকের মৃত্যু Meghna News ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলা, আহত ২০ Meghna News ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত বেড়ি বাঁধগুলো এখনো সংস্কার হয়নি, দুর্ভোগে উপকূলবাসী

খুলনায় সিটি কর্পোরেশনের কাউন্সিলর নির্বাচিত হলেন যারা

খুলনায় সিটি করপোরেশনের কাউন্সিলর নির্বাচিত হলেন যারা



খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের ৩১টি সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদের ফলাফল ঘোষণা হয়েছে। দুটি ওয়ার্ডে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন দুই আওয়ামী লীগ নেতা। বাকি ২৯টির মধ্যে ২৮টিতে আওয়ামী লীগ ও শুধু ১২ নং ওয়ার্ডে জামায়াত প্রার্থী নির্বাচিত হয়েছেন। পাঁচটি ওয়ার্ডে বিএনপি নেতারা প্রার্থী হলেও কেউ জয়ী হতে পারেননি।

নির্বাচিতরা হলেন- ১ নং ওয়ার্ডে শাহাদাত হোসেন মিনা, ২ নং ওয়ার্ডে এসএম মনিরুজ্জামান মুকুল, ৩ নং ওয়ার্ডে আবদুস সালাম মাস্টার, ৪ নং ওয়ার্ডে গোলাম রব্বানী টিপু, ৫ নং ওয়ার্ডে শেখ মোহাম্মদ আলী, ৬ নং ওয়ার্ডে শেখ শামসুদ্দিন আহম্মেদ প্রিন্স, ৭ নং ওয়ার্ডে শেখ খালিদ আহমেদ, ৮ নং ওয়ার্ডে সাহিদুর রহমান, ৯ নং ওয়ার্ডে মাহফুজুর রহমান লিটন, ১০ নং ওয়ার্ডে শরিফুল ইসলাম প্রিন্স, ১১ নং ওয়ার্ডে নাইমুল ইসলাম খালেদ, ১২ নং ওয়ার্ডে মাস্টার শফিকুল আলম (জামায়াত), ১৩ নং ওয়ার্ডে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এস এম খুরশিদ আহমেদ টোনা, ১৪ নং ওয়ার্ডে মফিজুর রহমান পলাশ।

১৫ নং ওয়ার্ডে আমিনুল ইসলাম মুন্না, ১৬ নং ওয়ার্ডে হাসান ইফতেখার চালু, ১৭ নং ওয়ার্ডে শেখ হাফিজুর রহমান হাফিজ, ১৮ নং ওয়ার্ডে রাজুল হাসান রাজু, ১৯ নং ওয়ার্ডে জাকির হোসেন বিপ্লব, ২০ নং ওয়ার্ডে শেখ মো. গাউসুল আজম, ২১ নং ওয়ার্ডে ইমরুল হাসান, ২২ নং ওয়ার্ডে আবুল কালাম আজাদ বিকু, ২৩ নং ওয়ার্ডে ইমাম হাসান চৌধুরী ময়না, ২৪ নং ওয়ার্ডে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জেডএ মাহমুদ ডন, ২৫ নং ওয়ার্ডে আলী আকবর টিপু, ২৬ নং ওয়ার্ডে গোলাম মাওলা শানু, ২৭নং ওয়ার্ডে এসএম রফিউদ্দিন আহমেদ, ২৮ নং ওয়ার্ডে জিয়াউল আহসান টিটো, ২৯ নং ওয়ার্ডে ফকির সাইফুল ইসলাম, ৩০ নং ওয়ার্ডে মোজাফফার রশিদী রেজা ও ৩১ নং ওয়ার্ডে আরিফ হোসেন মিঠু।

এছাড়া সংরক্ষিত ১ নং ওয়ার্ডে মনিরা আকতার, ২ নং ওয়ার্ডে সাহিদা আকতার, ৩ নং ওয়ার্ডে রাফিজা আকতার, ৪ নং খাদিজা সুলতানা, ৫ নং ওয়ার্ডে মেমরী সুফিয়া রহমান শুনু, ৬ নং ওয়ার্ডে রোজি ইসলাম নদী, ৭ নং ওয়ার্ডে মাহামুদা বেগম, ৮ নং কনিকা সাহা, ৯ নং ওয়ার্ডে মাজেদা খাতুন ও ১০ নং ওয়ার্ডে জেসমিন পারভীন জলি।

মেয়র পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আবদুল খালেক। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন এক লাখ ৫৪ হাজার ৮২৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আব্দুল আউয়াল হাতপাখা প্রতীকে পেয়েছেন ৬০ হাজার ৬৪ ভোট। ৯৪ হাজার ৭৬১ ভোটে আব্দুল আউয়ালকে হারিয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন তালুকদার আবদুল খালেক।

এদিন সকাল আটটা বিকেল চারটা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে কিছু কিছু কেন্দ্রে ভোটার উপস্থিত থাকায় বিকেল চারটার পরও ভোট নেয়া হয়।

শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT