মেঘনা নিউজ ডেস্ক শুক্রবার দুপুর ০১:৫৬, ৯ ফেব্রুয়ারী, ২০১৮
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়া সাজাপ্রাপ্ত হওয়ার পর উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন তার আইনজীবী অ্যাডভোকেট জয়নাল আবেদীন।
তিনি বলেছেন, আমরা এ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাব। সেখানে তিনি খালাস পাবেন।
বৃহস্পতিবার দুপুরে বকশীবাজারের অস্থায়ী বিশেষ আদালতে রায় ঘোষণার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
জয়নাল আবেদীন বলেন, এই মামলায় কোনো অরজিনাল ডকুমেন্ট দাখিল করা হয়নি। সাজা দেয়ার মতো কোনো উপাত্ত ছিল না। সাজায় আমরা মোটেও খুশি নই।
খালেদা জিয়ার এ আইনজীবী বলেন, ‘আমরা উচ্চ আদালতে গেলে, প্রকৃত ঘটনা তুলে ধরলে আশা করি, উচ্চ আদালত সব বিবেচনা করে খালেদা জিয়াকে খালাস দেবেন’।
এ মামলায় খালেদা জিয়া ছাড়াও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ অপর পাঁচ আসামিকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।