ঢাকা (সকাল ১১:৪৮) বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

কেশবপুরে অভিনব প্রতারণার ফাঁদে গৃহবধূ

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock শনিবার রাত ১১:০৩, ২৭ জুন, ২০২০

মোরশেদ আলম, যশোর প্রতিনিধিঃ যশাের কেশবপুরে অভিনব প্রতারণার ফাঁদে পড়ে চন্দনা দাসী নামে এক গৃহবধূ গলার চেইন ও এক জোড়া কানের দুল খুইয়েছেন। শনিবার সকালে কেশবপুর যশোর সড়কের মাঝ পথে ঘটেছে। এ ঘটনায় কেশবপুর থানায় একটি সাধারণ ডায়েরী হয়েছে।

জানা গেছে , যশোর মনিরামপুর উপজেলার জুরনপুর গ্রামের নেপুল দাসের স্ত্রী চন্দনা দাসী তার বাবার বাড়ি কেশবপুর উপজেলার হাসানপুর থেকে ইজিবাইকে শশুর বাড়ী যাচ্ছিল প্রতিমধ্যে কেশবপুর পৌরসভা এলাকার মধ্যকুল তেলপাম্প নামক স্থান হতে এক জন যাত্রী সেজে ইজিবাইকে ওঠে। কিছু দূর যাওয়ার পর ঐ যাত্রী বলেন , আমি দুই ভরি ওজনের একটি সােনার বার , সাথে ৬০ টাকা আর সােনার দোকানের প্যাডে লেখা একটি চিঠি পেয়েছি।

প্রতারক লােকটি বলল, আমার মেয়ের বিয়ে, ভালই হল, এই সােনার বারটি এক লক্ষ টাকার বেশী বিক্রয় হবে লােকটি আমাকে বলল, বৌদি দেখেন তাে সােনা কি না ? আমি বললাম সােনাই তাে তখন প্রতারক লোকটা বলল, বৌদি আপনি এই সােনার বারটি নেন আর আমাকে আপনার গলার চেইন ও কানের দুল জোড়া দুটি দেন৷ আপনি পরে দুই জোড়া চেইন , হাতের কানের বানিয়ে নিবেন অনেক লাভবান হবেন। পাশে বসা দুই যাত্রীও নেওয়ার জন্য উৎসাহিত করেন । আমি ভাল মনে করে চেইন ও কানের দুল জোড়া খুলে দিলাম। মনে মনে ভাবলাম খুব লাভ করেছি ৷ পরে সােনার দোকানে নিয়ে দেখালে দোকানদার বলেন, এটা আসল সােনার বার নয় । আপনি ধােকা খেয়েছেন ৷

এভাবে ছয়আনা ওজনের সােনার চেইন ও তিন আনা ওজনের এক জোড়া কানের দুল হারিয়ে দরিদ্র গৃহবধূ কান্নায় ভেঙ্গে পড়েন ‘ এ ঘটনায় ঐ গৃহবধূ কেশবপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ৷




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT