ঢাকা (সন্ধ্যা ৭:২০) শনিবার, ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

কুড়িগ্রামের কচাকাটায় বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু

পানিতে ডুবে মৃত্যু

সাজাদুল ইসলাম, কুড়িগ্রাম সাজাদুল ইসলাম, কুড়িগ্রাম Clock রবিবার রাত ০১:৫৩, ২ আগস্ট, ২০২০

কুড়িগ্রামের কচাকাটায় বন্যার পানিতে ডুবে বায়েজিদ নামে (৬) বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার(০১ আগস্ট) দুপুরে  উপজেলার বল্লভের খাষ ইউনিয়নের ডাক্তার পাড়ায়। মৃত শিশু বায়েজিদ ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

নিহতের পরিবার ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, আজ দুপুরে বাড়ীতে খেলতে খেলতে এক পর্যায়ে নলকুপের পার্শে গর্তে বন্যার পানিতে গিয়ে ডুবে যায়। সেখানেই তার মৃত্যু হয়। পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে সেখান থেকে তার মরদেহ উদ্ধার করে। ঈদের দিন এভাবে ছেলেকে হারাতে হবে বাবা-মা কখনো ভাবেনি। ছেলেকে হারিয়ে বাবা-মাসহ পরিবারের সকলের এবারের ঈদের আনন্দ ম্লান হয়ে গেছে। ওই এলাকায় চলছে শোকের ছায়া।

এ ব্যাপারে কচাকাটা থানা অফিসার ইনচার্জ (ওসি) মামুন অর-রশীদ বায়েজিদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।



শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT