ঢাকা (সন্ধ্যা ৭:৫৬) বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

কুড়িগ্রামের উলিপুরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগে আটক ৩ : ভাংচুর, লুটপাট

নিহত মুকুল মিয়ার লাশ বাহী ভ্যান, নিহতের স্ত্রী আহতাবস্থায় চিকিৎসাধীন (ডানে)

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock সোমবার রাত ১১:১৯, ১১ মে, ২০২০

সাজাদুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি :কুড়িগ্রামের উলিপুরে ক্রিকেট খেলার ঘটনাকে কেন্দ্র করে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের ২নং ওয়ার্ডের যাদুপোদ্দার গ্রামে।

এ ঘটনায় নিহতের স্ত্রী বিউটি বেগম বাদী হয়ে উলিপুর থানায় মামলা দায়ের করলে পুলিশ ৩ জনকে আটক করেন।

এজাহার সূত্রে জানা যায়, গত শনিবার (৯ মে) বিকেলে ওই গ্রামের আনছার আলীর পুত্র মুকুল মিয়ার (৪২) সাথে প্রতিবেশী সাহাব উদ্দিনের পুত্র মিশন মিয়ার (২৮) ক্রিকেট খেলার বল শরীরে লাগার ঘটনাকে কেন্দ্র করে বাকবিতন্ডা হয়।

এরপর থেকে সাহাব উদ্দিনের পক্ষের লোকজন মুকুল মিয়াকে বিভিন্ন ভাবে হুমকি-ধামকি দিয়ে আসছিলেন। এরই জের ধরে রবিবার (১০ মে)বিকেলে উলিপুর বাজার থেকে মুকুল মিয়া

বাড়ি ফেরার পথে সাহাব উদ্দিনের বাড়ির সামনে পৌঁছিলে তার পক্ষের লোকজন দলবদ্ধ হয়ে মুকুল মিয়ার উপর হামলা চালায়।

খবর পেয়ে মুকুল মিয়ার স্ত্রী ও পরিবারের লোকজন তাকে উদ্ধারের জন্য এগিয়ে আসলে তাদেরকেও এলোপাতারী মারপিট করে গুরুত্বর আহত করা হয়।

পরে স্থানীয় লোকজন আহতদের মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ওই দিন রাত দুইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মুকুল মিয়া মারা যান।

বর্তমানে নিহতের স্ত্রী বিউটি বেগম (৩৫) ও পুত্র বিদ্যুৎ মিয়া (২০) গুরুত্বর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় সোমবার (১১ মে) দুপুরে নিহতের স্ত্রী বাদী হয়ে নামীয় ১৬ জন ও অজ্ঞাতনামা ১০-১১ জনের বিরুদ্ধে থানায় মামলা করলে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ সাহাব উদ্দিনের স্ত্রী বকুল বেগমসহ ৩ জনকে আটক করেন।

মকুলের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা সাহাব উদ্দিন, শাহীনূর(বাবু), আলম, আমিনুলের বাড়ী-ঘর ও যাদুপোদ্দার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অস্থায়ী ভবন ভাংচুর করে লুটপাট চালায়।

আসামীদের ঘর ভাংচুর ও লুটপাটের একাংশ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মাঈদুল ইসলাম বলেন, গুরুত্বর আহত অবস্থায় মুকুল মিয়াকে সন্ধ্যায় হাসপাতালে ভর্তি করা হলে মাথায় অন্তঃরক্ত ক্ষরণের কারণে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। বাকী আসামীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT