ঢাকা (বিকাল ৫:২৯) শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


কুমিল্লার হোমনায় মুহাম্মদ (সা.)কে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল

হোসাইন মোহাম্মদ দিদার হোসাইন মোহাম্মদ দিদার Clock রবিবার রাত ১১:৩৩, ২৭ অক্টোবর, ২০২৪

মহানবী হযরত মোহাম্মদ(সা.) কে কটূক্তির প্রতিবাদে হোমনা কৃষি ইনস্টিটিউটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে শিক্ষার্থী ও এলাকাবাসি ।

 

রোববার (২৭ অক্টোবর) সকাল ১১টায় ইনস্টিটিউটের সামনে থেকে ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবার’ স্লোগানে বিক্ষোভ মিছিল শুরু করেন তারা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ও হোমনা – গৌরীপুর সড়ক প্রদক্ষিণ করে ইনস্টিটিউটের সামনে সমাবেশে মিলিত হয়।

মিছিলে শিক্ষার্থীরা বিশ্ব নবীর অপমান, সইবে নারে মুসলমান,তোমার নেতা আমার নেতা, বিশ্বনবী মোস্তফা (সা:)সহ বিভিন্ন স্লোগান দেন। এতে ইনস্টিটিউটের বিভিন্ন বিভাগের কয়েক শত শিক্ষার্থী অংশ নেন।

 

শিক্ষার্থীদের অভিযোগ ইনস্টিটিউটের এক শিক্ষার্থী গোবিন্দ্র মজুমদার শুভ তার ব্যবহৃত ফেইজবুক ওয়ালে মহানবী হযরত মোহাম্মদ( সা.) এর সাথে হিন্দু ধর্মের অবতার শ্রীকৃষ্ণের তুলনা করতে গিয়ে মহানবী( সা.) মর্যাদার ক্ষুন্ন করেছেন। এতে প্রত্যেক মুসলমানের অন্তরে আঘাত লেগেছে। কোনো ধর্মই অন্য ধর্মকে কটূক্তি করার শিক্ষা দেয় না।

 

বিক্ষোভে অংশ নেয়া শিক্ষার্থীরা বলেন, মানবতার প্রতীক শ্রেষ্ঠ মহামানব হযরত মোহাম্মদ (সা.)-কে অপমান করা বিশ্ব মানবতাকে অপমান করা। প্রকৃত মুসলমান কখনও তা মেনে নিতে পারে না।

রাসূল (সা.) নিয়ে যারা কটূক্তি করেছে তারা মুসলমানের দুশমন। অনতিবিলম্বে তাকে ইনস্টিটিউট থেকে বহিস্কারসহ শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার দাবী জানাচ্ছে তারা।

 

হোমনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম বলেন, তাকে ইনস্টিটিউটে পাওয়া যায়নি, তবে কর্তৃপক্ষ তার বিরুদ্ধে অভিযোগ দিলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

 

মহানবী(সা.)কে নিয়ে মর্যাদা ক্ষুন্নকর ফেসবুকে পোস্ট দেয়া শিক্ষার্থী গোবিন্দ মজুমদার শুভ চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার যুগল কৃষ্ণমজুমদারের ছেলে।

 

ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিরুল বাহারাইন জানান, অভিযুক্ত গোবিন্দের মজুমদার শুভ কে বহিস্কার করাসহ থানায় অভিযোগ দায়ের করার প্রক্রিয়া চলছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT