ঢাকা (সকাল ৯:০৩) বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


করোনাভাইরাস : মেঘনা উপজেলায় “উদ্দীপ্ত তরুণ” এর বিনামূল্যে বাজার

করোনাভাইরাস : মেঘনা উপজেলায় "উদ্দীপ্ত তরুণ" এর বিনামূল্যে বাজার

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock সোমবার দুপুর ০৩:০০, ৬ এপ্রিল, ২০২০

মেঘনা উপজেলার করোনা প্রতিরোধ স্বেচ্ছাসেবী সংগঠন “উদ্দীপ্ত তরুণ ” এর উদ্যোগে বিনামূল্যে বাজার ব্যবস্থা । দূর্যোগের সময়টাতেই খাবারের সম-বন্টন খুব দরকার, নিম্ন মধ্যবিত্ত, কর্মহীন, গরীব অসহায় মানুষদের জন্য আজ সকালে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের সেননগর বাজর ( বুইরারচর বাজার) এভাবে রেখে দেয়া হয় সবজি। এলাকাবাসী সকাল দশটার মাঝেই যার যেমন দরকার তেমন পরিমাণ এখান থেকে বিনামূল্যে নিয়ে যায়। না, কেউ প্রয়োজনের চেয়ে বেশি নেন নি, সম্মান জানিয়েছেন অন্যের প্রয়োজনটুকুকে। স্বেচ্ছাসেবকরা নির্ঘুম চোখে মানুষকে ব্যাখ্যা করে সহমর্মিতার প্রয়োজনটুকু। প্রতিদিন সমাজের বিত্তবান মানুষেরা যদি অর্থায়নে সহযোগিতা করেন, স্বেচ্ছাসেবকরা  সেগুলো নিয়ে  নিম্ন মধ্যবিত্ত, কর্মহীন, গরীব অসহায় মানুষগুলোর কাছে। ভিন্ন ভিন্ন ক্যাম্পেইনে ভিন্ন ভিন্ন মানুষকে তারা সুবিধা দেয়ার চেষ্টা করছি। তাই কোনো ধরনের খাদ্য সংকটে ইতস্তবোধ না করে যোগাযোগ করার জন্য আহ্বান জানিয়েছেন সংগঠনটি । যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর : ০১৮৬৩০৩৮৬৪০ এবং ০১৬২০৩৭০৯৮১

কোন প্রকার ছবি না উঠিয়ে কাজটি সফলভাবে করার প্রয়াস ব্যক্ত করেন তারা।



শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT