ঢাকা (রাত ৩:০৭) শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

কদম ফুল

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock শনিবার রাত ০২:২৪, ২৬ জুন, ২০২১

কদম ফুল

মোঃ বুলবুল হোসেন

কি চমৎকার দেখতে বলো

গাছে কদম ফুল,

তাই না দেখে পাড়া জুড়ে

লাগছে হুলুস্থুল।

 

রোদ আর বৃষ্টির খেলার মাঝে

জমছে মেলা খুব,

ইচ্ছে করে ওদের মাঝে

আমিও দেই ডুব।

 

কদম গাছটা পানির মাঝে

খায় হাবুডুবু,

তাই না দেখে খোকা সোনা

ফিরে ফিরে চায়।

 

কদম ফুলের দোকান দেবে

যায় নদীর ওপার,

কেউ বা আবার ঘর বানাবে

কেউ দিবে সাঁতার।

 

কেউ বা আবার বাবার সাথে

যায় সাঁতার শিখে,

স্মৃতি গুলো মনে পড়ে

 বর্ষার দিন দেখে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT