ঢাকা (বিকাল ৩:৩৩) শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম
Meghna News গৌরীপুর মহিলা কলেজের গভর্নিং বডির এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন তানজীন চৌধুরী Meghna News চাঁপাইনবাবগঞ্জে কাল থেকে চালু হচ্ছ বন্ধ থাকা আমদানী রপ্তানী Meghna News শুভ জন্মদিন স্বপ্নের নায়ক সালমান শাহ Meghna News প্রিয় নবী মুহাম্মদ (সা.) বিশ্ববাসীর জন্য রহমত Meghna News শহিদুল-বেনজিরের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ Meghna News শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে গৌরীপুরে শিক্ষকদের মানববন্ধন Meghna News সিলেটের গোয়াইনঘাট রাতারগুল হারাচ্ছে পর্যটন আকর্ষণ : কমছে পর্যটক Meghna News ম্যাজিস্ট্রেসি দায়িত্বে যা যা করতে পারবে সেনাবাহিনী Meghna News সাঘাটায় অস্ত্রের মুখে ভয় দেখিয়ে সিন্দুক নিয়ে গেল ডাকাতরা Meghna News চাঁপাইনবাবগঞ্জে কোটি টাকার হেরোইন উদ্ধার, আটক হয়নি কেউ

এসএসসি-এইচএসসি বিষয়ে সিদ্ধান্ত শিগগিরই:শিক্ষামন্ত্রী

ডেক্স রিপোর্ট ডেক্স রিপোর্ট Clock বুধবার রাত ০২:১০, ২৩ জুন, ২০২১

করোনার কারণে আটকে থাকা চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।গতকাল মঙ্গলবার ৪৩ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তি ও টিউশন ফি প্রদানসংক্রান্ত এক ভার্চ্যুয়াল অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন,‘আমরা জানি এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীরা ভীষণ উদ্বেগের মধ্যে আছে।এটা নিয়ে ব্যাপক আলোচনা করছি।আমরা খুব শিগগির সিদ্ধান্তটি জানিয়ে দেব।আর বেশি দিন উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে থাকতে হবে না।’

এ সময় শিক্ষামন্ত্রী স্মরণ করিয়ে দেন, ২০২০ সালে এসএসসি পরীক্ষা হয়েছিল, সেটির ফল প্রকাশ করা হয়েছে। এইচএসসিও বিকল্প পদ্ধতিতে মূল্যায়ন করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২১ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের উপবৃত্তি ও টিউশন ফি বাবদ প্রায় ১ হাজার ৭৯ কোটি টাকা দেওয়া হয়েছে। এর মধ্যে উপবৃত্তি বাবদ ৪২ লাখ ৮৪ হাজার ৯২৮ শিক্ষার্থীকে ৮৮২ কোটি ৯৩ লাখ ৫০ হাজার ৬০০ টাকা দেওয়া হয়েছে।এ ছাড়া শিক্ষার্থীদের টিউশন ফি বাবদ দেওয়া হয়েছে প্রায় ১৯৬ কোটি টাকা।

শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় এই টাকা সরাসরি শিক্ষার্থীদের কাছে পৌঁছে যাবে (ইএফটির মাধ্যমে)।

অনুষ্ঠানে আরও যুক্ত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসাশিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট ফান্ডের ব্যবস্থাপনা পরিচালক নাসরীন আফরোজ প্রমুখ।

ভার্চ্যুয়াল এই অনুষ্ঠানে দেশের চারটি উপজেলা থেকে ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৬ শিক্ষার্থী অংশ নেয়।



শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT