ঢাকা (বিকাল ৩:৪৮) রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

উলিপুরে চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে খাবার স্লীপ বিতরণের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock বৃহস্পতিবার রাত ০১:০৭, ১৬ ডিসেম্বর, ২০২১

কুড়িগ্রামের উলিপুরে ইউপি নির্বাচনে ভোটারদের খাবার স্লীপ বিতরণ করেছেন এক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী।

উপজেলার ২ নং দলদলিয়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কামরুজ্জামান মুন্সি রানা’র বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। ওই চেয়ারম্যান প্রার্থী দলদলিয়া ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান মুন্সি’র পুত্র।

এ ঘটনায় দলদলিয়া ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী লিয়াকত আলী সরকার দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের অনুলিপি উপজেলা নির্বাহী অফিসার, উলিপুর ও ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা’র নিকট দেয়া হয়েছে।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২ নং দলদলিয়া ইউনিয়নের কামরুজ্জামান মুন্সি রানা (মটর সাইকেল) প্রতীকের একজন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী। গত ১৩ ডিসেম্বর সকাল ১১ টায় উপজেলার ওই ইউনিয়নের বসার বাজারের উত্তরে একটি চায়ের দোকানে মটর সাইকেলের ছবি ও নিজ নামীয় সীলসহ ২০ টাকা মূল্যের স্লীপ  তার কর্মীদের মাধ্যমে বিতরণের সময় স্থানীয় ও নৌকা সমর্থকের লোকজন প্রায় ২০০ স্লীপ উদ্ধার করেন।

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কামরুজ্জামান  মুন্সি রানা বলেন,একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা তারিফুর রহমান সরকার বলেন, অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT