উলিপুরে ক্ষুদে প্রতিভা নাজমুল হাসান’র ‘তনু ও লিলিপুট’ বইয়ের মোড়ক উন্মোচন
সাজাদুল ইসলাম, কুড়িগ্রাম মঙ্গলবার সকাল ১১:০৪, ৭ মার্চ, ২০২৩
কুড়িগ্রামের উলিপুরে ‘তনু ও লিলিপুট’ বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে। সোমবার (০৬ মার্চ) বিকেল ৫টায় ২৭তম উলিপুর বই মেলায় বিজয় মঞ্চে বইয়ের মোড়ক উন্মোচন করেছেন, উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলম সরদার।
৪৭ পৃষ্ঠার ‘তনু ও লিলিপুট’ বইয়ের লেখক নাজমুল হাসান। সে বর্তমানে উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজে একাদশ শেণিতে অধ্যায়নরত। বইটি প্রকাশিত হয়েছে বাংলানামা প্রকাশন থেকে।
এ সময় উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক স.ম আল মামুন সবুজ, উলিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা উম্মে হাবীবা পলি, সাংবাদিক আসলাম উদ্দিন, সাজাদুল ইসলাম, অক্সফোর্ড পাবলিক স্কুলের পরিচালক আসাদুজ্জামান আসাদ, সাংস্কৃতিক কর্মী মাসুম করিম, ফ্রেন্ডস ফেয়ারের স্থায়ী কমিটির সদস্য জুলফিকার আলী, ভিন্ন চোখের প্রতিষ্ঠাতা সদস্য সৌমিক দে, স্থানীয় কবি সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তি বর্গসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিস্ময়কর ক্ষুদে প্রতিভা নাজমুল হাসানের লেখালেখি শুরু বেশ ছোটবেলায়। এরই মধ্যে তার প্রকাশিত বইয়ের সংখ্যা ৫টি। সব বইগুলো শিশুকিশোরসহ সব বয়সী পাঠকের মন জয় করেছে।